পটনায় বিরোধীদের জোটবৈঠকের পর এবার ‘নো ভোট টু বিজেপি’ ডাক তুললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বললেন, তৃণমূলকে ভোট না দিলে সিপিএম – কংগ্রেসকে দিন। কিন্তু বিজেপিকে ভোট দেবেন না। এর আগে একই ধরণের মন্তব্য করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, বিজেপিকে ভোট না দিলে সিপিএম – কংগ্রেসকে দিন। কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না।শনিবার সাংবাদিকদের গৌতমবাবু বলেন, ‘জাতীয় ও আঞ্চলিক বাধ্যবাধকতা আলাদা। কেন্দ্রে বিজেপিকে রুখতে হবে। কিন্তু রাজ্যে বিজেপি শক্তিশালী হলে সেই লড়াই শুরুতেই হারতে হবে বিরোধীদের। তৃণমূল, বাম ও কংগ্রেস সবার প্রধান উদ্দেশ বিজেপিকে হারানো। তাই কোনও ভাবেই যেন এই তিন দলের ভোট বিজেপিতে না যায়।’গৌতমবাবুর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন শিলিগুড়ির বিজেপি সাংসদ শংকর ঘোষ। তিনি বলেন, ‘বাম ও তৃণমূলের সেটিং নতুন কিছু নয়। বামেরা বিধানসভা নির্বাচনে ‘নো ভোট টু বিজেপি’ করতে গিয়ে শূন্যে পরিণত হয়েছে। বিজেপিকে এদের একা কারও পক্ষে রোখা অসম্ভব। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে যাবে বলে মানুষকে বোকা বানিয়ে এসব অনৈতিক আঁতাতের কথা বলছে। বাংলার মানুষ সব জানে, বোঝে। ভোট দেওয়ার সুযোগ পেলে তারা বিজেপিকেই ভোট দেবে।’