7 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2022, 05:06 PM ISTAyan Das
বিক্ষিপ্ত হিংসার মধ্যে গত শনিবার চারটি পুরনিগমে ভোট হয়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরনিগমে ঘাসফুল ফুটেছে। রাজ্যের আরও চারটি পুরনিগমে (শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর) কোন দল বোর্ড গঠন করবে, সেই উত্তর মিলবে আজ (সোমবার, ১৪ ফেব্রুয়ারি)। বিক্ষিপ্ত হিংসার মধ্যে গত শনিবার ওই চারটি পুরনিগমে ভোট হয়েছিল। দু'দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ভোটের ফলাফল। সেজন্য স্ট্রংরুম ও গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় আছে। মোতায়েন করা হয়েছে সশস্ত্র এবং লাঠিধারী পুলিশ। গণনাকেন্দ্রের বাইরে আছে আরটি মোবাইল ভ্যান, কুইক রেসপন্স টিম আছে।
14 Feb 2022, 05:06 PM IST
আসানসোলেও কেন এঁটে উঠতে পারল না বিজেপি? ভোট বিশ্লেষণে নয়া তথ্য
আসানসোলেও কেন এঁটে উঠতে পারল না বিজেপি? ভোট বিশ্লেষণে নয়া তথ্য -- আরও পড়ুন এখানে।
14 Feb 2022, 04:25 PM IST
আসানসোলেও তৃণমূল ঝড়
আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হল। ৯১ টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। সাতটি আসনে জিতেছে বিজেপি। দুটি আসনে জিতেছে বাম। কংগ্রেস জিতেছে তিনটি আসনে। বাকি দুটি গিয়েছে নির্দল প্রার্থীদের ঝুলিতে।
14 Feb 2022, 04:07 PM IST
চন্দননগরে কোন দল কত ভোট পেয়েছে?
তৃণমূল কংগ্রেস - ৫৯ শতাংশ। বিজেপি - ১০ শতাংশ। বাম - ২৭ শতাংশ। কংগ্রেস - দুই শতাংশ। অন্যান্য - দুই শতাংশ।
14 Feb 2022, 04:07 PM IST
শিলিগুড়িতে কোন দল কত ভোট পেয়েছে?
তৃণমূল কংগ্রেস - ৪৭ শতাংশ। বিজেপি - ২৩ শতাংশ। বাম - ১৮ শতাংশ। কংগ্রেস - পাঁচ শতাংশ। অন্যান্য - ছয় শতাংশ।
14 Feb 2022, 04:05 PM IST
আসানসোলে কোন দল কত ভোট পেয়েছে?
তৃণমূল কংগ্রেস - ৬৪ শতাংশ। বিজেপি - ১৭ শতাংশ। বাম - ১১ শতাংশ। কংগ্রেস - চার শতাংশ। অন্যান্য - তিন শতাংশ।
14 Feb 2022, 04:04 PM IST
বিধানগরে কোন দল কত ভোট পেয়েছে?
তৃণমূল কংগ্রেস - ৭৪ শতাংশ। বিজেপি - আট শতাংশ। বাম - ১১ শতাংশ। কংগ্রেস - তিন শতাংশ। অন্যান্য - তিন শতাংশ।
14 Feb 2022, 03:45 PM IST
আরও নম্র হতে হবে, পুরভোটে জয়ের পর বললেন মমতা
তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার পুরনিগমে জয়ের জন্য দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে আমজনতাকে ধন্যবাদ জানালেন। তিনি বলেন, 'সবুজায়ন, শিল্প, শ্রমিক-কৃষকদের, সর্বধর্ম সমন্বয়, সংস্কৃতি-সম্প্রীতির কাজ করে তুলব। যত জিতব, তত নম্র থাকতে হবে। আগামিদিনে আমার লক্ষ্য হল শিল্প। কর্মসংস্থান তৈরি করা। এই জয় মানুষের জয়।'
‘অসহায় মজুমদার, ভার্চুয়াল চক্রবর্তী', BJP-র ভরাডুবির পর তোপ
পুরভোটে বিজেপির ভরাডুবি। তা নিয়ে বিজেপির একাংশকে তীব্র কটাক্ষ করলেন জয়প্রকাশ মজুমদার। বললেন, ‘অসহায় মজুমদার (সুকান্ত মজুমদার)। ভার্চুয়াল চক্রবর্তী (অমিতাভ চক্রবর্তী)। টুইটার মালবিয়া (অমিত মালবিয়া)।’ তিনি বলেন, ‘সন্ত্রাসের কথা বলে পার পাওয়া যাবে। এই পরাজয়ের দায় নিয়ে কে পদত্যাগ করবেন? সন্ত্রাসকে পরাজিত করার দিশা নেই।’
২০১৫ সালে বোর্ড গঠনের পর ২০২১ সালে চন্দননগরে সবজ ঝড়
চন্দননগর পুরনিগম: ২৩ টি ওয়ার্ডে জিতেছিল ঘাসফুল শিবির। সাতটি ওয়ার্ডে জিতেছিলেন বাম প্রার্থীরা। দুটি আসন গিয়েছিল নির্দলদের ঝুলিতে। একটি আসনে জিতেছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের ঝড় উঠেছিল। ৩১ টি ওয়ার্ডে এগিয়ে ছিল ঘাসফুল শিবির। দুটি আসনে লিড ছিল বিজেপির।
14 Feb 2022, 07:05 AM IST
আসানসোল পুরনিগম: ২০১৫ সালে জয় তৃণমূলের, ২০২১ সালে বাজিমাত বিজেপির
আসানসোল পুরনিগমে মোট আসন সংখ্যা ১০৬। ২০১৫ সালের পুরভোটে ৭৪ টি আসনে জিতেছিল তৃণমূল। আটটি আসনে ফুটেছিল বিজেপির পদ্মফুল। ১৭ টি আসন গিয়েছিল বামফ্রন্টের দখলে। কংগ্রেস এবং নির্দলের ঝুলিতে গিয়েছিল যথাক্রমে তিনটি এবং চারটি আসন। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে ৪০ টি আসনে এগিয়ে তৃণমূল। ৬৬ আসনে এগিয়ে বিজেপি।
14 Feb 2022, 07:04 AM IST
শিলিগুড়ি পুরনিগম: ২০১৫ সালে কে জিতেছিল? ২০২১ সালে কোন দল এগিয়ে ছিল?
শিলিগুড়ি পুরনিগম (৪৭ ওয়ার্ড): ২০১৫ সালের পুরভোটে বাম জিতেছিল ২৩ টি আসনে। তৃণমূলের দখলে ১৭ টি আসন গিয়েছিল। দুটি আসনে জিতেছিল বিজেপি। চারটি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে ৩৬ টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। ১০ টি ওয়ার্ডে লিড ছিল তৃণমূলের। একটি ওয়ার্ডে বামেদের লিড ছিল।
14 Feb 2022, 07:02 AM IST
শিলিগুড়িতে অশোক ম্যাজিকে কি উড়বে লাল আবির? নাকি বাজিমাত তৃণমূল বা বিজেপির?
শিলিগুড়িতে অশোক ম্যাজিকে কি উড়বে লাল আবির? নাকি বাজিমাত তৃণমূল বা বিজেপির? – ভোটের ফলাফলের লাইভ আপডেট দেখুন এখানে।
14 Feb 2022, 06:45 AM IST
চার পুরনিগম কার? ‘রেজাল্ট আউট’ কিছুক্ষণ পরেই
কলকাতা পুরনিগমে ঘাসফুল ফুটেছে। রাজ্যের আরও চারটি পুরনিগমে (শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর) কোন দল বোর্ড গঠন করবে, সেই উত্তর মিলবে আজ (সোমবার, ১৪ ফেব্রুয়ারি)। বিক্ষিপ্ত হিংসার মধ্যে গত শনিবার ওই চারটি পুরনিগমে ভোট হয়েছিল। দু'দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ভোটের ফলাফল। সেজন্য স্ট্রংরুম ও গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় আছে। মোতায়েন করা হয়েছে সশস্ত্র এবং লাঠিধারী পুলিশ। গণনাকেন্দ্রের বাইরে আছে আরটি মোবাইল ভ্যান, কুইক রেসপন্স টিম আছে।