শুভব্রত মুখার্জি:- বিশাখাপত্তনম টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল। বিশাখাপত্তনমে ১০৬ রানের বিরাট ব্যবধানে জিতেছে তারা। ফলে হায়দরাবাদে ২৮ রানে হারের মধুর বদলা নিয়েছে তারা। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তের অঙ্গ এই সিরিজ। ফলে স্বাভাবিকভাবেই এই সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে। আর সে কথা মাথাতে রেখেই সিরিজে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বিশাখাপত্তনমে দুই ইনিংস মিলিয়েই ইংল্যান্ডের ব্যাটিংয়ের নায়ক নিঃসন্দেহে ওপেনার জ্যাক ক্রলি। দ্বিতীয় ইনিংসেও তিনি গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেছেন। তবে অসময়ে তাঁর উইকেটটি হারিয়েই ম্যাচে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তাঁকে এলবিডব্লিউ আউট করেন কুলদীপ যাদব। এই আউট নিয়ে এবার বিতর্ক উস্কে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর মতে প্রযুক্তির ভুলেই এলবিডব্লিউ আউট হতে হয়েছে জ্যাক ক্রলিকে।
প্রসঙ্গত ভারত অধিনায়ক রোহিত শার্মাকে, জ্যাক ক্রলির আউটের আগে রিভিউ নিতে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল স্পিনার কুলদীপ যাদবকে।রিভিউতে ব্যাটার জ্যাক ক্রলিকে যখন আউট দেওয়া হয় তখন উল্লাসে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তবে পাশাপাশি বেশ অবাক হয়ে যান ব্যাটার জ্যাক ক্রলি। সতীর্থের এলবিডব্লিউয়ের আউট নিয়ে বিস্মিত হন বেন স্টোকসও। তাঁর স্পষ্ট মত প্রযুক্তির ভুল হয়েছে এই ক্ষেত্রে। ম্যাচের চতুর্থ দিন ইংল্যান্ডের রান তাড়া করার সময়ে ইনিংসের ৪২তম ওভারের ঘটনাটি। কুলদীপের লেন্থ বল লেগ স্টাম্পে পড়ে ডানহাতি ক্রলির প্যাডে আছড়ে পড়ে। জোরাল আবেদন করে ভারত। সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার মারায়াস ইরাসমাস। শেষ মুহূর্তে রিভিউ নেন ভারত অধিনায়ক রোহিত। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লেগ স্টাম্প লাইনে পড়ে লেগ স্টাম্পে আঘাত করছে। ‘পিচিং’, ‘ইমপ্যাক্ট’ ও ‘উইকেট হিটিং’- তিনটিই লাল হলে আউট দেওয়া হয় ক্রলিকে।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে বেন স্টোকস বলেন, ‘খেলায় প্রযুক্তির ব্যবহার অবশ্যই রয়েছে। তবে এটি শতভাগ নির্ভুল হতে পারে না। সে কারণেই ‘আম্পায়ার্স কল’ রাখা হয়েছে। যখন সবাই বলে এটি শতভাগ নির্ভুল হতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে প্রযুক্তি এই ক্ষেত্রে (ক্রলির আউটের সময়) ভুল করেছে। এটা বলাটা অন্যায় হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এটাই বলব। অনিশ্চয়তায় ভরা এই খেলা। আমি এটা বলছি না যে এই (আউটের) কারণে প্রত্যাশানুযায়ী ম্যাচে ফল পাইনি আমরা৷ শুধু বলছি, আমার ব্যক্তিগত মতামত এটা। এই ক্ষেত্রে প্রযুক্তির ভুল হয়েছে। আর তা বলাটা ন্যায়সঙ্গত বলেই আমার মত।’