ইতিহাসে গড়ে আগামী বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারত। এর আগে কখনও একই বিশ্বকাপে টানা ন'টি ম্যাচে জেতেনি টিম ইন্ডিয়া। এবার বিশ্বকাপে ঠিক সেটাই করে দেখিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গ্রুপ পর্যায়ের ন'টি ম্যাচেই জিতেছেন। সেজন্য যে চারিদিকে টিম ইন্ডিয়ার প্রশংসা করা হচ্ছে, সেটা উপভোগ করছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু একটা ম্যাচ হারলেই সেই প্রশংসা যে সমালোচনায় পরিণত হতে একমুহূর্তও লাগবে না, তা নিয়ে কোনও ধন্দ নেই তাঁর। যে বিষয়টা নিয়ে কিছুটা আক্ষেপের সুরেই মজা করলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় দলের হেড কোচ বললেন, এখন টিম ইন্ডিয়া জিতছে বলে সবকিছু ভালো লাগছে। একটা ম্যাচ হারলেই সমালোচনা ধেয়ে আসবে। তখন সকলে বলবেন যে কিছু জানেন না তিনি। যে সুরে দিনকয়েক আগেই কথা বলেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। মুম্বইয়ে শ্রীলঙ্কার ম্যাচের আগে রোহিত বলেছিলেন যে এখন টিম জিতছে বলে সবকিছু ভালো বলা হচ্ছে। একটা ধাক্কা লাগলেই তখন তিনি বাজে অধিনায়ক হয়ে যাবেন।
রবিবার নেদারল্যান্ডসকে ১৬০ রানে ধ্বংস করে এবার বিশ্বকাপের গ্রুপ লিগের একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার নজির গড়েছে ভারত। সেই জয়ের পর বিশ্বকাপের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে নিজের দল নিয়ে কথা বলেন দ্রাবিড়। সেই সাক্ষাৎকারের মধ্যেই সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গার বলেন যে এবার বিশ্বকাপে ভারতীয় দলের উপর দ্রাবিড়ের কতটা প্রভাব পড়েছে, তা দেখা যাচ্ছে। সেটা নিয়ে বিচার-বিশ্লেষণও হচ্ছে।
আর সেই প্রশ্নের প্রেক্ষিতে দ্রাবিড় বলতে থাকেন, 'হ্যাঁ, যখন সবকিছু ভালো যাচ্ছে, তখন দেখতে ভালো লাগে (হাসি)। একটা ম্যাচে হারলেই সকলে বলবেন যে তুমি কিছু জানো না। তবে সত্যি কথা বলতে খুব মজা হয়েছে। আমি পুরোটা অত্যন্ত উপভোগ করছি। আর সেটার ক্ষেত্রে দলের জয়ের তো একটা বড় ভূমিকা আছে। যেভাবে টিম খেলেছে, যেভাবে এই ন'টি ম্যাচে আমরা পারফর্ম করেছি, (তা দারুণ)।'
আরও পড়ুন: India's performance in World Cup 2023: ‘কঠিনতম’ জয় NZ-র বিরুদ্ধে, ৯ ম্যাচে কীভাবে জিতল ভারত? সর্বাধিকবার সেরা হয়েছে কে?
ভারতীয় দলের হেড কোচ আরও বলেন, 'বিশ্বকাপ শুরুর আগে আমাদের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। কারণ আমাদের ন'টি শহরে ম্যাচ ছিল। ন'টি শহরে আমাদের হাজার-হাজার সমর্থকদের ভালোবাসা, উচ্ছ্বাসের (বিষয়টিও মাথায় ছিল)। আমরা ভালো ক্রিকেট খেলতে চাইছিলাম। আমার মতে, ছেলেরা খুব খেলেছে।'
আরও পড়ুন: Rahul's reaction amid IND vs NED: ১৯৯৯-র বিশ্বকাপে শতরান! বড় স্ক্রিনে নিজের ছবি দেখেই লজ্জায় লাল দ্রাবিড়- ভিডিয়ো