
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডসের ম্যাচের মধ্যেই জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল রাহুল দ্রাবিড়ের ছবি। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি যে শতরান করেছিলেন, তা দেখানো হচ্ছিল। আর ড্রেসিংরুমে বসে সেটা দেখেই লজ্জায় লাল হয়ে গেলেন ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড়। বরাবরের লাজুক হিসেবে পরিচিত দ্রাবিড় তখন কী করবেন, তা যেনে ভেবে উঠতে পারছিলেন না। শেষপর্যন্ত হাত নাড়তে থাকেন। আর সেইসময় ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা হাততালি দিতে থাকেন। সবথেকে জোরে হাততালি দিতে থাকেন রবীন্দ্র জাদেজা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দ্রাবিড়ের প্রতিক্রিয়া দেখে মজা পেয়েছেন নেটিজেনরা।
রবিবার দ্রাবিড়ের 'হোম' বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচের ৩৭.২ ওভারে সেই ঘটনা ঘটে। জায়ান্ট স্ক্রিনে ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড়ের ছবি দেখানো হয়। যে ছবিগুলি ছিল ১৯৯৯ সালের বিশ্বকাপের। সেই বিশ্বকাপে তাঁর একটি শতরানের সেলিব্রেশনের ছবি দেখানো হয়। আর কমেন্ট্রি বক্সে দ্রাবিড়ের পারফরম্যান্স নিয়ে কথা বলছিলেন ধারাভাষ্যকার তথা ‘ভয়েস অফ ক্রিকেট’ হর্ষ ভোগলে। তারইমধ্যে ভারতীয় ড্রেসিংরুমে বসে থাকা দ্রাবিড়ের দিকে ক্যামেরা ঘোরানো হয়।
আরও পড়ুন: IND vs NED, CWC 2023 Live: বিশ্বকাপে প্রথম শতরান শ্রেয়সের, বড় রানের লক্ষ্যে ভারত
সেই ছবি নিজে দেখতে পেয়ে হেসে ফেলেন দ্রাবিড়। সেই হাসি যত না বেশি আনন্দে ছিল, বরং অনেক বেশি লজ্জার ছিল। আর সেই লাজুক হাসির মধ্যেই ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, জাদেজারা-সহ ড্রেসিংরুমে বসে থাকা অন্যান্য সদস্যরা হাততালি দিতে শুরু করেন। যা দেখে দ্রাবিড় সকলের দিকে হাত নাড়তে থাকেন। আর অত্যন্ত লাজুক ভঙ্গিমায় হাসতে থাকেন। জাদেজা তো সবথেকে জোরে হাততালি দিতে থাকেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ড্রেসিংরুমে থাকলেও তিনি কিছুটা দূরে ছিলেন। প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি যে ঠিক কী হচ্ছে। পরে বুঝতে পেরে হাসতে থাকেন।
এমনিতে রবিবার বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৪১০ রান তুলেছে ভারত। ৩২ বলে ৫১ রান করেন শুভমন গিল। ৫৪ বলে ৬১ রান করেন রোহিত। ৫৬ বলে ৫১ রান করেন বিরাট। ৯৪ বলে অপরাজিত ১২৮ রান করেন শ্রেয়স আইয়ার। কেএল রাহুল ৬৩ বলে ১০২ রান করেন। অর্থাৎ ভারতের প্রথম পাঁচ ব্যাটারই ৫০ রান বা তার বেশি রান করেছেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports