ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে উত্তাপের পারদ তুঙ্গে। উন্মাদনা চরমে পৌঁছে গিয়েছে। টিকিট অনেক আগেই নিঃশেষ। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়াম পুরো ভরে থাকবে। চলছে দেদার কালোবাজারিও।
ভারতীয় ভক্তরা বর্তমানে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের জন্য অপেক্ষা করছেন। ১৪ অক্টোবর, শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ওডিআউ বিশ্বকাপে ভারত কখনও পাকিস্তানের কাছে হারেনি। ওডিআই বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৭বারই জিতেছে ভারত। এবার হিসাব বদলাতে চায় পাকিস্তান। এই নিয়ে তীব্র চাপানউতোর চলছে। তবে এসব থেকে অনেকটা দূরে নিজেদের সরিয়ে রাখতে চাইছে ভারতীয় দল। যে কারণে পাকিস্তান ম্যাচের আগে, কোচিং স্টাফদের সঙ্গে নৌশভোজ গিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই সবটাই হয়তো চাপ কাটানোর উপায়।
ভিডিয়ো ভাইরাল হল
রোহিত শর্মার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, রোহিত আমদাবাদের একটি হোটেলে নৈশভোজ করতে গিয়েছেন। তার সঙ্গে দেখা গিয়েছে, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং ফিল্ডিং কোচ টি দিলীপকে। রোহিতের সঙ্গে সেলফি তুলতে হোটেলে ছিল ভক্তদের ভিড়। ভক্তদের অটোগ্রাফও বিলোতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে।
আরও পড়ুন: কাল আটে আট করার লড়াই, জানুন বিশ্বকাপে ভারত-পাক সংঘর্ষের সাত কাহন
রোহিতরা গিয়েছিলেন আমদাবাদের আগাশিয়েতে। যে রেস্তোরাঁটি আমদবাদের জনপ্রিয় হাউস অফ এমজি হোটেলের অন্তর্ভুক্ত। এই জায়গাটি নিরামিষ গুজরাটি থালির জন্য প্রসিদ্ধ। সেখানেই পাক ম্যাচের আগে গুজরাটি থালি উপভোগ করতে গিয়েছিলেন রোহিত-দ্রাবিড়রা।
অনুশীলন করেছেন শুভমন গিল
বৃহস্পতিবার আহমদাবাদ পৌঁছেছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে কোনও অনুশীলনই করেননি রোহিতরা। তবে, বুধবার গভীর রাতে আমদাবাদে পৌঁছে গিয়েছিলেন শুভমান গিল। বৃহস্পতিবার একাই নেটে অনুশীলন করেছেন তিনি। ডেঙ্গি হওয়ার কারণে এই তরুণ প্লেয়ার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে প্রথম দু'টি ম্যাচই খেলতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি প্লেয়িং ইলেভেনে জায়গা পেতে পারেন।
আরও পড়ুন: লখনউয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হয়- অজিদের দুরাবস্থায় সান্ত্বনা ডি'ককের
ডাক্তারের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন গিল
বিরাট কোহলিরা আমদাবাদে পৌঁছানোর আগেই টিম ম্যানেজমেন্ট গিলের জন্য একটি বিশেষ অনুশীলন সেশনের আয়োজন করেছিল। যে কারণে বুধবারই তিনি বাঁ-হাতি থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নেকে আমদাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পৌঁছান গিল। এবং দলের ডাক্তার রিজওয়ানের তত্ত্বাবধানে কিছু অনুশীলন করার পর, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন তিনি।
এ ছাড়া তিনি কিছু নেট বোলারের মুখোমুখিও হয়েছিলেন। তাঁকে বেশ স্বাচ্ছন্দ্যই লেগেছে। কোনও রকম অস্বস্তি দেখা যায়নি। প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং মেডিক্যাল টিম শুক্রবার অনুশীলন সেশনে শুমন গিলের অগ্রগতি দেখবে এবং তার পরেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।