গুয়াহাটি থেকে ভারতীয় দল তিরবনন্তপুরমে চলে এলেও, বৃষ্টি তাদের পিছু ছাড়ল না। গুয়াহাটিতে ভারত বনাম ইংল্যান্ডের অনুশীলন ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। মঙ্গলবার (৩ অক্টোবর) তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের আগে ভারতের দ্বিতীয় তথা শেষ অনুশীলন ম্যাচও বাতিল হয়ে গেল। তবে রোহিতদের এতে খুব একটা সমস্যা হবে না। কারণ তারা সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ খেলেছেন। ঘুরিয়েফিরিয়ে বিশ্বকাপ দলের সব সদস্যই অজিদের বিরুদ্ধে অন্তত একটি করে ম্যাচ খেলেছে। কিন্তু নেদারল্যান্ডসের ক্ষতি হল। এক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। এই ম্যাচটিও হল না।
03 Oct 2023, 04:22 PM IST বাতিল রোহিতদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও
বাতিল হয়ে গেল রোহিত শর্মাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও। নতুন করে ফের বৃষ্টি নামায়, আর খেলা শুরু করা সম্ভব হল না। ভেস্তে গেল ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও।
03 Oct 2023, 03:40 PM IST কভার পুরো তোলা হয়েছে
কভার পুরোপুরি তুলে ফেলা হয়েছে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা খেলা শুরুর অপেক্ষা করছে।