রীতিমতো রানের বন্যা চিন্নাস্বামীতে। দীপাবলিতে চার-ছক্কার ফুলঝুরি ফোটালেন টিম ইন্ডিয়ার পঞ্চপাণ্ডব। সেই সুবাদে বিশ্বকাপের ইতিহাসে একের পর এক সর্বকালীন রেকর্ড ভেঙে দেয় ভারত।
রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে ভারতের টপ অর্ডারের ৫ জন ব্যাটার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে সম্মিলিতভাবে বিশ্বরেকর্ড গড়েন। তবে বাকিদের মাঝে লোকেশ রাহুল আলাদা করে স্পটলাইট কেড়ে নেন।
চিন্নাস্বামীতে ডাচদের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। প্রথম বল থেকে ব্যাট চালানো শুরু করেন রোহিত শর্মা। সেই ধারা বজায় রাখেন শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। রোহিত, গিল ও কোহলি ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে সাজঘরে ফেরেন। ধ্বংসাত্মক মেজাজে শতরান করেন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল।
লোকেশ ৭টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৬২ বলে। সুতরাং, হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে লোকেশ খরচ করেন মাত্র ২২টি বল। শেষমেশ ৬৪ বলে ১০২ রান করে আউট হন লোকেশ রাহুল।
উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান করা ভারতীয় ব্যাটসম্যানে পরিণত হন লোকেশ রাহুল। এত কম বলে ওয়ান ডে বিশ্বকাপে সেঞ্চুরি করতে পারেননি আর কোনও ভারতীয় ক্রিকেটার। এর আগে ভারতীয়দের মধ্যে এই রেকর্ড ছিল রোহিত শর্মার। তিনি চলতি বিশ্বকাপেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। সুতরাং, রবিবার হিটম্যানের সেই রেকর্ড ভেঙে দেন রাহুল।
বিশ্বকাপের সার্বিক ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলেন নামে। অজি তারকা চলতি বিশ্বকাপেই দিল্লিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। লোকেশ সার্বিক তালিকার নয় নম্বরে জায়গা করে নেন।
ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা:-
১. গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বলে।
২. এডেন মার্করাম- ৪৯ বলে।
৩. কেভিন ও'ব্রায়েন- ৫০ বলে।
৪. গ্লেন ম্যাক্সওয়েল- ৫১ বলে।
৫. এবি ডি'ভিলিয়র্স- ৫২ বলে।
৬. ইয়ন মর্গ্যান- ৫৭ বলে।
৭. ট্র্যাভিস হেড- ৫৯ বলে।
৮. এনরিখ ক্লাসেন- ৬১ বলে।
৯. লোকেশ রাহুল- ৬২ বলে।
১০. রোহিত শর্মা- ৬৩ বলে।
লোকেশ রাহুলের শতরান ছাড়া রবিবার চিন্নাস্বামীতে রোহিত শর্মা ৬১, শুভমন গিল ৫১, বিরাট কোহলি ৫১, শ্রেয়স আইয়ার অপরাজিত ১২৮ ও সূর্যকুমার যাদব অপরাজিত ২ রান করেন। ভারত শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪১০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।