শুভব্রত মুখার্জি: ক্রীড়া জগতে কমলা ঝড় এই কথাটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। নেদারল্যান্ডস বা হল্যান্ড এই দেশটি ফুটবল বিশ্বের অতি পরিচিত একটি দেশ।বছরের পর বছর তাদের ধারাবাহিক পারফরম্যান্স তাদের এই পরিচিতির কারণ। ডাচদের জাতীয় দল যে কোন খেলাতেই সাধারণত কমলা রঙের জার্সি পড়ে খেলে। আর তাদের ভালো পারফরম্যান্স থেকেই এই কমলা ঝড় কথাটি একটি বহুল ব্যবহৃত শব্দ বন্ধে পরিণত হয়েছে। তবে এই ঝড় এবার দেখা যাচ্ছে ক্রিকেটের ২২ গজেও। চলতি বিশ্বকাপে বেশ কিছু অবাক করা পারফরম্যান্স করেছে ডাচরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পরে শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে ও বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। আর এর মধ্যে দিয়েই এক অনন্য নজির গড়ে ফেলেছে ডাচরা।
গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩০৯ রানের বিরাট ব্যবধানে হারের পরের ম্যাচেই যে পারফরম্যান্স ডাচরা করেছে তা এককথায় অনবদ্য। এই দুরন্ত পারফরম্যান্সে ভর করেই তারা ওডিআই বিশ্বকাপের ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্যের দেশের বিরুদ্ধে অ্যাসোসিয়েট দেশ হয়ে রানের নিরীখে সবথেকে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। এদিন ইডেনে ৮৭ রানের ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড দল। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে তারা ৭৪ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ দলকে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ১৯৯৬ সালের বিশ্বকাপে ভারতের মাটিতে ব্রায়ান লারার দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেনিয়ার জয়। সেদিন মরিস ওডুম্বে, স্টিভ টিকোলোর দেশ ৭৩ রানের ব্যবধানে হারিয়েছিল রিচি রিচার্ডসনদের। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ১৯৯৯ সালে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে ওয়াসিম আক্রমদের ৬২ রানের ব্যবধানে হারিয়ে দিয়ে সকলকে চমকে দিয়েছিল আক্রম খানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
কলকাতায় চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস দল। একটা সময়ে ৬৩ রানে চার উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে গিয়েছিল ডাচরা। সেখান থেকে ৪১ রানের ইনিংস খেলে দলের ইনিংসকে স্থিতিশীল করেন ওয়েসলি ব্যারেসি। এরপর অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৬৮ রান করে এবং সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৫ রান করে দলকে পৌঁছে দেন ২২৯ রানের লড়াকু স্কোরে। এরপরেই ফ্লাডলাইটের নিচে বাংলাদেশ ব্যাটারদের নাকানিচুবানি খাইয়ে দেন ডাচ বোলাররা। টেস্ট খেলিয়ে দেশ বাংলাদেশ মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায়। মেহেদী হাসান মিরাজ ৩৫, মাহমুদুল্লাহ রিয়াদ ২০ এবং মুস্তাফিজুর রহমান ২০ রান করে কিছুটা লড়ার চেষ্টা করলেও দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। ৮৭ রানের বিরাট ব্যবধানে বাংলাদেশ দলকে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নেয় নেদারল্যান্ডস দল।