ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে পরাজিত হতে হয়েছে ইংল্যান্ডকে। আজ,মঙ্গলবার রাজকোটে তৃতীয় টি-২০ ম্যাচটি খেলতে নামবে বাটলাররা। তার আগে সোমবার রাজকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংরেজ পেসার মার্ক উড জানান, দলের বোলারদের রান যাওয়া নিয়ে চাপ নিতে না করা হয়েছে। তার পরিবর্তে অতিরিক্ত আগ্রাসী ভারতীয় ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে কিভাবে উইকেট নেওয়া যায়, সেই বিষয়ে ফোকাস করতে বলা হয়েছে।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে কুড়ি ওভারের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে চলেছে ভারতীয় শিবির। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে এই ফরম্যাটে নিজেদের দাপট অব্যাহত রেখেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-২০ ম্যাচে অনায়াসে জয় পায় সঞ্জু স্যামসন-অভিষেক শর্মারা। ইডেনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে এবং চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২ উইকেটে জয় পায় ভারত।
তৃতীয় টি-২০ ম্যাচের প্রাক্কালে উড বলেন, ‘আমরা উইকেট নেওয়ার ওপর ফোকাস করব। আমি মনে করি না যে ম্যাককালাম চান যে আমরা রান নিয়ে খুব বেশি চিন্তা করি, আমরা কীভাবে খেলাকে প্রভাবিত করতে পারি সে সম্পর্কে তিনি জানেন।’ তিনি আরও বলেন, ‘আমরা দলগত ভাবে শেষ ম্যাচে ভালো বোলিং করেছি। ওরা খুব কম রান তাড়া করছিল, আমরা সবসময় উইকেট নিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে উইকেট নেওয়ার তাগিদে অনেক সময় রান বেরিয়ে যায়, তবে এই ভাবেই তাদের বোল্ড আউট করে আমরা ম্যাচ জিততে পারি।’
সাধারণত রাজকোটের উইকেট থেকে বাড়তি সুবিধা পায় ব্যাটসম্যানরা। তাই ধরেই নেওয়া যায় যে আগামিকালের লড়াই ব্যাটসম্যান বনাম ব্যাটসম্যানের হতে চলেছে। তবে এই সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ব্যাট হাতে বেশ সমস্যায় পড়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে আদিল রশিদকে নিয়ে বেশ আশাবাদী মার্ক উড। তিনি বলেন, ‘আমাদের দলে আদিল রশিদের মতো বিশ্বের অন্যতম সেরা স্পিনার রয়েছে। সে আমাদের একটা বিরাট অস্ত্র। ও যতবার খেলে, মনে হয় এই বুঝি উইকেট পেতে চলেছে। আমি তাকে আমাদের বোলিং অ্যাট্যাকের বাইরে মনে করি না, ও একজন গুরুত্বপূর্ণ সদস্য।’ এদিন মার্ক স্পষ্ট করেছেন যে নিজের সেরাটা দিতে সবসময় প্রস্তুত তিনি। যত বেশি ম্যাচ খেলবেন তত তৈরি হয়ে উঠবেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।