ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে শুধু ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা যায়, এমনটাই নয়। বরং দু'দলই দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করে। নিউজিল্যান্ডের হয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরেন গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসন। ভারতের হয়ে অনবদ্য একটি ক্যাচ ধরেন অক্ষর প্যাটেল।
উইকেটের পিছনে লোকেশ রাহুল কিছু ভুল ভ্রান্তি করলেও ভারতের সার্বিক গ্রাউন্ড ফিল্ডিং মন্দ হয়নি। শ্রেয়স আইয়ার তৎপরতার সঙ্গে কিছু রান বাঁচান। বিরাট কোহলি বৃত্তের ভিতরে অনবদ্য ফিল্ডিং করেন। হার্দিক পান্ডিয়ার বলে রাচিন রবীন্দ্রর অসাধারণ ক্যাচ ধরেন অক্ষর প্যাটেল।
ম্যাচের শেষে ভারতের সাজঘরে ইমপ্যাক্ট ফিল্ডারের পুরস্কার ঘোষণার সময় দেখা দেয় বিপত্তি। ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ বরাবর দাবি করে আসেন যে, শুধু মাত্র ভালো ক্যাচ ধরা বা দুর্দান্ত রান-আউট করাই সব নয়। সার্বিকভাবে ফিল্ডিংয়ে প্রভাব রাখাই হল আসল কথা। অর্থাৎ, বাউন্ডারিতে রান বাঁচানো থেকে শুরু করে বুলেট থ্রোয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভয় দেখানো, যাতে তাঁরা সিঙ্গল নেওয়ার আগে দু'বার ভাবেন, প্রভৃতি বিষয়গুলিও অত্যন্ত জরুরি। সেই সঙ্গে নিজের ফিল্ডিং দিয়ে দলের বাকিদের উদ্দীপ্ত করার বিষয়ও রয়েছে।
নিউজিল্যান্ড ম্য়াচে সব দিক বিবেচনা করে টি দিলীপ সেরা ফিল্ডারের পুরস্কারের জন্য মনোনীত করেন তিনজনকে। অক্ষর প্যাটেল সঙ্গত কারণেই মনোনীত হন। কেননা দলের হয়ে এই ম্যাচে সেরা ক্যাচটি নিয়েছেন তিনিই। এছাড়া বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের নামও মনোনীত হয় ইমপ্যাক্ট ফিল্ডারের মেডেলের জন্য।
টি দিলীপ বিজয়ীর নাম ঘোষণার জন্য ডেকে নেন নিজের সহকারী নুয়ানকে। টিম ইন্ডিয়ার এই সাপোর্ট স্টাফ কোহলির নাম বিজয়ী হিসেবে ঘোষণার পরেই দেখা দেয় বিপত্তি। আসলে ইমপ্যাক্ট ফিল্ডারের মেডেলটাই গায়েব হয়ে যায়। মেডেল খুঁজতে তৎপর দেখায় সকলকে। শামি, নাকি অক্ষর প্যাটেল, কে লুকিয়ে রেখেছেন পদক, খোঁজ খোঁজ রব ভারতের সাজঘরে। শেষে অক্ষরের কাছ থেকে বেরোয় মেডেলের বাক্স। নুয়ান তা পরিয়ে দেন কোহলির গলায়।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল
দুবাইয়ে ভারত শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৯ রান সংগ্রহ করে। শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৭৯ রান করেন। ৪৫ বলে ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল ৬১ বলে ৪২ রান করেন। লোকেশ রাহুল ২৩ রানের যোগদান রাখেন। নিউজিল্যান্ডের হয়ে ৪২ রানে ৫ উইকেট নেন ম্যাট হেনরি।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। ভারতীয় দল ৪৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ১২০ বলে ৮১ রান করেন কেন উইলিয়ামসন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৪২ রান খরচ করে ৫টি উইকেট পকেটে পোরেন। ম্যাচের সেরা হন বরুণ।