দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা একেবারেই দুঃস্বপ্নের মত হয়েছে রোহিত শর্মা ও তাঁর বাহিনীর জন্য। শুধু হার নয়, একেবারে ইনিংস সহ হারে মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই দিশেহারা দেখায় ভারতীয় ক্রিকেটারদের। সুতরাং ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বড় চাপে পড়েছে টিম ইন্ডিয়া। সিরিজে টিকে থাকতে হলে জরুরী পরবর্তী ম্যাচ দুটি জেতা। তবে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা সুব্রমনিয়াম বদ্রিনাথ। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠান এবং জিজ্ঞেস করেন ঠিক কি কারনে রোহিতের জায়গায় বিরাটকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়নি। পাশাপাশি, বিদেশের মাটিতে বিরাটের গড়া রেকর্ডের প্রশংসাও করেন তিনি।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। পুরো ম্যাচ জুড়েই চলে প্রোটিয়াদের দাপট। ভারতের কোনও বিভাগই দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সামনে। এই হারের পর প্রশ্ন উঠতে শুরু করে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে। একাধিক প্রাক্তন তারকা তুলোধোনা করেছেন তাঁকে। বাদ গেলেন না প্রাক্তন সিএসকে তারকা সুব্রমনিয়াম বদ্রিনাথও। ম্যাচ প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রশ্ন করেন যে বিদেশের মাটিতে ভালো রেকর্ড থাকা সত্ত্বেও ঠিক কি কারনে বিরাটকে অধিনায়কত্ব করতে দেওয়া হচ্ছে না টেস্ট ক্রিকেটে।
তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড খুব ভালো। বিদেশের মাটিতে ব্যাট হাতে ও ৫ হাজারের বেশি রান করেছে। ব্যাটিং গড় দুর্দান্ত। ৫০-র উপর। ৬৮টি টেস্টের মধ্যে কোহলি জিতেছে ৪০টিতে এবং হেরেছে ১৭টি ম্যাচে। অস্ট্রেলিয়ার মাটিতেও ওর পারফরম্যান্স দুর্দান্ত। রিকি পন্টিং বা স্টিভ ওয়ার পর সবচেয়ে সফল অধিনায়ক বিরাটই। তাহলে আবার প্রশ্ন ঠিক কি কারনে রোহিত শর্মার জায়গায় বিরাটকে দায়িত্ব দেওয়া হচ্ছে না অধিনায়কত্ব করার?'
পাশাপাশি, তিনি দাবি করেন যে ওপেনার হিসেবে রোহিত শর্মা বিশেষ সাফল্য পাননি বিদেশের মাটিতে। তিনি বলেন, 'বিরাট ও রোহিতের মধ্যে তুলনা করাটাই ভুল। টেস্ট ক্রিকেটে বিরাটের পারফরম্যান্স দুর্দান্ত রোহিতের চেয়ে। সব জায়গাতেই ও রান করেছে। বিশেষ করে ওপেনার হিসেবে রোহিত শর্মা বিদেশের মাটিতে তেমনই সাফল্য পায়নি। ধারাবাহিকও নয়। তাহলে ঠিক কিসের ভিত্তিতে ওকে দলে এত সুযোগ দেওয়া হচ্ছে?'