চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই রবীন্দ্র জাদজাকে ‘স্লেজিং’ করলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টে সম্ভবত ‘সি ইউ’ ক্যাপশন দেবেন বলছিলেন জাদেজা। আর তা নিয়ে মজার ছলে বিরাট 'স্লেজিং' করেন ভারতের তারকা অলরাউন্ডারকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে মাঠের ভারতীয় খেলোয়াড়রা একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। ধনুক থেকে তির ছোড়ার মতো করছেন অধিনায়ক রোহিত শর্মা। তখন হাসতে-হাসতে এসে বিরাট বলেন, ‘ক্যাপশন দিচ্ছে See You।’ সেটা শুনে হো-হো করে হাসতে শুরু করে দেন রোহিত। তারপর সম্ভবত মহম্মদ শামি এবং শুভমন গিলকেও একই কথা বলেন বিরাট। তাঁরাও খুব হাসতে থাকেন। আর তখন গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন জাদেজা। তারপর জাদেজার দিকে মুখ ঘুরিয়ে বিরাট বলতে থাকেন, 'তু ডাল। ক্যাপশন ডাল। সারে কমেন্ট কর দেঙ্গে থ্যাঙ্ক ইউ (তুই ক্যাপশন দে, তারপর সবাই ধন্যবাদ বলবে)।' আর সেটা শুনে জাদেজাও হাসতে থাকেন।
অবসর নিয়েই মজা বিরাটের?
তাঁরা কোন প্রেক্ষিতে সেই কথা বলছিলেন, তা অবশ্য স্পষ্ট নয়। তবে যেভাবে জল্পনা চলছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে রোহিত এবং জাদেজা অবসর নিতে পারেন, তাতে বিরাটও সেই বিষয়টা নিয়ে মজা করেছেন বলে একটি মহলের ধারণা। বিশেষত নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরে জাদেজাকে যেভাবে বিরাট আলিঙ্গন করেন, তাতে সেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে জাদেজা যদি ‘সি ইউ’ বলতেন, তাহলে তিনি অবসর নিচ্ছেন বলে ভেবে নিতেন অনেকেই। সম্ভবত বিরাট সেটাই বোঝাতে চাইছিলেন।
অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন জাদেজা
শেষপর্যন্ত ‘সি ইউ’ ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি জাদেজা (এখনও পর্যন্ত)। তবে অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। সরাসরি কিছু বলেননি। ইনস্টাগ্রামে চার শব্দের স্টোরি পোস্ট করে জাদেজা শুধু বলেছেন, ‘কোনও অপ্রয়োজনীয় গুজব নয়। ধন্যবাদ।’ আর রোহিত এবং বিরাটও জানিয়ে দিয়েছেন যে তাঁরা এখনই অবসর নিচ্ছেন না। বিরাট সরাসরি কিছু বলেননি। রোহিত অবশ্য একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি খেলা চালিয়ে যাবেন।
২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত, বিরাট ও জাদেজা?
তবে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে সেই ত্রয়ী খেলবেন কিনা, তা স্পষ্ট করেননি। ২০২৩ সালের বিশ্বকাপে যে ক্ষত তৈরি হয়েছিল, তাতে প্রলেপ দিতে দু'বছর পরে তাঁরা তিনজনই একদিনের বিশ্বকাপ খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। যদিও ভারতীয় সমর্থকদের একাংশের ধারণা, তাঁরা যখন এখনই অবসর গ্রহণ করেননি, তখন নিশ্চিতভাবে ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন।