RCBর প্রাক্তন সতীর্থের স্ত্রী মায়ান্তি! কাপ জিতেই তাই সঞ্চালিকাকে ট্রফি ছুঁতে দিলেন বিরাট
1 মিনিটে পড়ুন Updated: 04 Jun 2025, 10:45 PM ISTআইপিএল জয়ের পর মন জিতে নিলেন বিরাট কোহলি

মঙ্গলবার রাত থেকেই বিরাট কোহলির ভক্তরা বাঁধনছাড়া উল্লাসে মেতে পড়েছেন। আরসিবির প্রায় সব সমর্থকই বিরাটের জন্য খুশি, কারণ তিনি যোগ্য ব্যক্তি হিসেবেই আইপিএল জিতেছেন। বিরাট কোহলিও এই ট্রফির জন্য মরিয়া হয়ে ছিলেন। এর আগে এক মরশুমে বিরাট কোহলি ৯০০র বেশি রান করলেও সেবার আইপিএল জিততে ব্যর্থ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অর্থাৎ টিম গেমই যে আসল সেটাই প্রমাণিত হয়েছিল। এবার বিরাট এবং সল্টের জুটি মিলিতভাবে অবশ্য ১০০০ রান করেছে আইপিএলে, আর মিডল অর্ডার ও বোলিং অ্যাটাক ঠিকঠাক নিজেদের কাজ পালন করায় আরসিবির ট্রফির খরা অবশেষে কাটানো গেছে।
আইপিএল জয়ের পরই বিরাট কোহলি মন জিতে নিলেন। তিনি এমনিতে নিজের সতীর্থ থেকে শুরু করে প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্স, ক্রিশ গেইলদের সঙ্গে আলিঙ্গন করছিলেন। আইপিএলের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের পর কাপ হাতে নিয়ে বিরাট কোহলি এবং তাঁর দলের সতীর্থরা প্রায় সকলেই মাঠ প্রদক্ষিণ করছিলেন, অর্থাৎ দর্শকদের কাছে নিয়ে গিয়ে একবার ট্রফি দেখানোর চেষ্টা করছিলেন। সেই সময়ই মাঠের সাইড লাইনে দাঁড়িয়েছিলেন সম্প্রচারকারী সংস্থার সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গার। যিনি বিরাট কোহলিদের প্রাক্তন সতীর্থ স্টুয়ার্ট বিনির স্ত্রী।
স্টুয়ার্ট বিনিও অতীতে আরসিবির হয়ে খেলেছেন। সেকথা ভালোই মনে রয়েছে বিরাট কোহলির। তাই ট্রফি নিয়ে মাঠ ঘুরতে ঘুরতে বিরাট যখন মায়ান্তি ল্যাঙ্গারের কাছে পৌঁছন, তখন তিনি মায়ান্তির কাছেও আইপিএলের ট্রফিটি নিয়ে যান এবং তাঁকে সেই ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ করে দেন। কারণ আরসিবির ক্রিকেটারের স্ত্রী হিসেবে এতদিন মায়ান্তিরও কাপ জয়ের সুযোগ হয়নি, বা ট্রফি ছুঁয়ে দেখারও সুযোগ পয়েছেন। এর আগেরবার আইপিএলের ফাইনালে ২০১৬ সালে যখন বিরাট কোহলিরা খেলেছিলেন, সেই দলে স্টুয়ার্ট বিনিও ছিলেন। সেবার বিরাটদের মতো বিনিরও স্বপ্নভঙ্গ হয়েছিল, তাই মায়ান্তির কাছে গিয়েই বিরাটের এই কাজ মন জিতল সকলের। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। জিতেশ শর্মার হাত থেকে ট্রফিটা নিয়ে বিরাট মায়ান্তিকে দিয়ে সম্ভবত বলেন, ‘Touch The Trophy ’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports