ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল পার্থে খেলা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে (ভারতের দ্বিতীয় ইনিংসের সময়) ১৬১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। জয়সওয়ালের এই ইনিংস টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সকলের নজর এখন যশস্বীর দিক রয়েছে। এখন বিসিসিআই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়ালকে বিমানবন্দরে আটকে থাকতে দেখা যায়।
ঘটনাটি কী ঘটে ছিল?
টিম ইন্ডিয়া ইতিমধ্যেই অ্যাডিলেড পৌঁছে গিয়েছে, কিন্তু মঙ্গলবার ভারতীয় দলের অ্যাডিলেড পৌঁছানোর ভিডিয়োটি বিসিসিআই শেয়ার করেছে। ভিডিয়োর শুরুতে যশস্বী জয়সওয়ালকে বিমানবন্দরে আটকে থাকতে দেখা গিয়েছে। যা দেখে সকলেই বেশ অবাক হয়ে যান। তবে যশস্বী কীভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন তার উপায় জানতেন শুভমন গিল।
আরও পড়ুন… এখনও ধোনিকে আউট করার ঘোরে যশ দয়াল, স্টোরি পোস্ট করতেই ট্রোল মাহি ভক্তদের
কী হল তারপর?
যশস্বী জয়সওয়ালকে আটকে থাকতে দেখে রোহিত শর্মা বলেন, ‘ও ফাঁদে পড়ে গিয়েছে।’ তখন শুভমন গিল বলেন, ‘ওখানে লেখা আছে যে আমাদের ওখানে যাওয়া উচিত নয়। আমরা সেখানে গেলেই খুলে যাবে। দাঁড়াও, দাঁড়াও। যদি আমরা কাছাকাছি যাই, ওই গেটটা খুলে যাবে। আমরা কাছে গেলেই খুলে যাবে।’ তারপর ভিডিয়োতে শোনা যায়, কেউ জয়সওয়ালকে জিজ্ঞেস করছে, ‘তুমি ওখানে কেন গেলেন?’
আরও পড়ুন… ভিডিয়ো: পিঙ্ক বল টেস্টের আগে নেটে চার-ছক্কায় ডিল করছেন, সামনে এল ট্র্যাভিস হেডের অনুশীলনের ছবি
ওয়াশিংটন সুন্দরকে মার্কেটিং করতে দেখা যায়-
তারপর ভিডিয়োতে টিম ইন্ডিয়ার অন্য সব খেলোয়াড়দের দেখা যা। এই সময় ওয়াশিংটন সুন্দর ও সফরজ খানকে টুপি কিনতে দেখা যায়। দুই তারকা খেলোয়াড় একে অপরকে দেখে মজা করছিলেন। অশ্বিনও তাদের দেখে বলেন খুব ভালো লাগছে। এই সময় অশ্বিনকে উদ্দেশ্য করে সরফরাজ খান বলেন, তুমি কখন সিরিয়াস, কখন মজা করছেন সেটা বোঝা যায় না। শেষে সেখান থেকে একটি টুপি কিনে সেটি পরে অ্যাডিলেডে যান ওয়াশিংটন সুন্দর।
ভিডিয়োটি এখানে দেখুন...
আরও পড়ুন… বল গড়ানোর আগেই অ্যাডিলেডে ফিরল ৩৬ রানে অলআউটের স্মৃতি- আবার কি এমন হবে? জবাব দিলেন অ্যালেক্স ক্যারি
৬ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেড টেস্ট
এটি উল্লেখযোগ্য যে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টটি অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। এটি হবে গোলাপি বলের দিন-রাতের টেস্ট। ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। এই ম্যাচের প্রস্তুতির জন্য টিম ইন্ডিয়া ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দুদিনের গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বৃষ্টির কাছে হেরে যায়। এরপর দ্বিতীয় দিনে দুই দলই ৪৬-৪৬ ওভারের একটি ম্যাচে অংশ নেয়। ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া।