ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় বেসরকারি টেস্টের জন্য ভারতীয়-এ দলে নির্বাচিত হয়েছেন তিলক বর্মা। সিকিমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের পরেই অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন ভারতীয়-এ দলে যোগ দেবেন তিনি। তবে ব্রিটিশ দলের বিরুদ্ধে মাঠে নামার আগে রঞ্জির আসরেই যথাযথ অনুশীলন সেরে রাখলেন তিলক।
সিকিমের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচে আগ্রাসী শতরান করেন তিলক। চলতি রঞ্জি মরশুমে ২টি ম্যাচের সাকুল্যে ২টি ইনিংসে ব্যাট করতে নামেন তিলক। ২টি ইনিংসেই সেঞ্চুরি করেন হায়দরাবাদ দলনায়ক। এখনও পর্যন্ত একবারও আউট হননি তিলক।
সিকিমের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে তিলক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে শতরানের গণ্ডি টপকে যান। তিলক শেষমেশ ১০৩ রানে নট-আউট থাকেন। ক্যাপ্টেন শতরানে পৌঁছনো মাত্রই হায়দরাবাদ তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। তিলক এর আগে সোভিমাতে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন।
আরও পড়ুন:- India-A Squad: তিলক-আর্শদীপ থেকে রিঙ্কু সিং, ভারতীয়-এ দলের স্কোয়াডে T20 স্পেশালিস্টরা
এই ম্যাচে সিকিমকে প্রথম ইনিংসে ৭৯ রানে অল-আউট করে দেয় হায়দরাবাদ। ২৫ রানে ৬ উইকেট নেন তনয় ত্যাগরাজন। ৩০ রানে ৪ উইকেট নেন চামা মিলিন্দ। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৪৬৩ রান তোলে। তারা সাকুল্যে ৭৮.১ ওভার ব্যাট করে। অর্থাৎ, ওভার প্রতি প্রায় ৬ রান করে সংগ্রহ করে হায়দরাবাদ। একথা বলাই যায় যে, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত ওয়ান ডে-র গতিতে রান তোলে হায়দরাবাদ।
তিলক বর্মা ছাড়াও শতরান করেন তন্ময় আগরওয়াল। তিনি ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ১৩৭ রান করেন। এছাড়া রাহুল সিং ৮৩, রোহিত রায়াড়ু ৭৫ ও চন্দন সাহানি ৫৪ রানের যোগদান রাখেন। সিকিমের অঙ্কুর মালিক ২টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- Vijay Merchant Trophy: জুনিয়র ক্রিকেটেও দাপট বজায় মুম্বইয়ের, এবার চ্যাম্পিয়ন বিজয় মার্চেন্ট ট্রফিতে