Mumbai vs Vidarbha Ranji Trophy 2024 Final: ফাইনালে বিদর্ভকে হারিয়ে এবছর অজিঙ্কা রাহানের নেতৃত্বে রঞ্জি চ্যাম্পিয়ন হয় মুম্বই। এই নিয়ে ৪২ বার রঞ্জি ট্রফি জেতে তারা।
রাহানের নেতৃত্বে রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। ছবি- বিসিসিআই।
রঞ্জি ট্রফির ইতিহাসে মুম্বইয়ের আধিপত্য একতরফা। সব থেকে বেশিবার রঞ্জির খেতাব জয়ের নিরিখে মুম্বই আগে থেকেই রেকর্ড নিজেদের দখলে রেখেছ। এবছর রঞ্জি ফাইনালে বিদর্ভকে হারিয়ে নিজেদের ট্রফির সংখ্যা আরও একটি বাড়িয়ে নেয় মুম্বই।
এবছর ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনালে বিদর্ভকে হারিয়ে নিজেদের ৪২ নম্বর রঞ্জি খেতাব ঘরে তোলে মুম্বই। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের হাত ধরে আসে মুম্বইয়ের ৪২তম খেতাব। রাহানের নেতৃত্বে এই প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হল মুম্বই।
রাহানে মুম্বইয়ের ২৬তম ক্যাপ্টেন হিসেবে রঞ্জি ট্রফি হাতে তোলার কৃতিত্ব অর্জন করেন। অর্থাৎ, অজিঙ্কার আগে আরও ২৫ জন ক্যাপ্টেন মুম্বইকে রঞ্জি ট্রফি জিতিয়েছেন। রঞ্জি জয়ের সংখ্যার নিরিখে মুম্বইয়ের সব থেকে সফল ক্যাপ্টেন হলেন অজিত ওয়াদেকর। তাঁর নেতৃত্ব মুম্বই মোট চারবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়। এছাড়া মুম্বই তিনবার করে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মাধব মন্ত্রী, পলি উমরিগড়, নাদকার্নি ও সুনীল গাভাসকরের নেতৃত্বে।