মার্কিন যুক্তরাষ্ট্র দলের ভারতীয় বংশদ্ভুত ক্রিকেটার সৌরভ নেত্রভালকরের জীবনে ১৮০ ডিগ্রি মোড় আসে, নিজের বাবার খএলা ইনিংস দেখার পর। লোকাল টুর্নামেন্টে ৬০ ওভারের ম্যাচে শেষ ওভারে ছয় মেরে দলকে জিতিয়েছিলেন সৌরভের বাবা। সেই ভিডিয়ো সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন এই ক্রিকেটার যিনি গত টি২০ বিশ্বকাপের সময় সকলের নজরে চলে এসেছিলেন। সোশাল মিডিয়ায় শেয়ার করা সেই ভিডিয়োতে সৌরভ নেত্রভালকর বলছিলেন মুম্নইতে সকলে ক্রিকেট খেলেন আবেগ দিয়ে। মুম্বইয়ের হৃদস্পন্দনই যেন ক্রিকেট। বাবার জন্য মাথার টুপি খুলে ফেলে তাঁকে সম্মানও দেখান এই ক্রিকেটার।
সৌরভ নেত্রভালকর লিখেছেন, ‘জীবন ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। একটা বিরল সুবর্ণ সুযোগ পেয়েছিলাম এই ম্যাচটা দেখার। আমার জীবনে সব থেকে কঠিন শিক্ষককে বলার সুযোগ পেয়েছিলাম ওয়েল প্লেড। আমার বাবা নরেশ নেত্রভালকর আমায় ৬০ ওভারের প্রতিযোগিতার ম্যাচ দেখাতে নিয়ে গেছিল, আর সেখানে উনি ম্যাচের সেরার পুরস্কার পান শেষ ওভারে ছয় মেরে ’।
নেত্রভালকর আরও বলছেন, ‘বাবার থেকে কিছু ব্যাটিং শিক্ষাও চাই। সেই ম্যাচে বাবা যেভাবে খেলেছিল আর ম্যাচের শেষে সবার মুখে যেরকম হাসি দেখেছইলাম, প্রত্যেকটা মূহূর্ত আমি উপভোগ করেছি। বাবাকে সেলাম, তাছাড়া তাঁর সঙ্গে যারা স্রেফ আবেগ দিয়ে এই ম্যাচটা খেলে, তাঁদেরও কুর্নিশ। ক্রিকেট হচ্ছে মুম্বই শহরের হৃদস্পন্দন। শেষে বাড়ি ফেরার সময় মালাইওয়ালা নারকেল জল(ডাবের জল) খেয়েছিলাম ’।
ICC Champions Trophy India vs Bangladesh Live- শতরান শুভমনের, ৬ উইকেটে জিতল ভারত
২০১০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় ভারতীয় দলের হয়ে খেলার পাশাপাশি মুম্বইয়ের হয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন সৌরভ নেত্রভালকর। কিন্তু এরপর পর্যাপ্ত সুযোগ না পাওয়ার জন্য এবং ইঞ্জিনিয়রিংয়ের নিজের পড়াশোনা চালানোর জন্যই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পারি দেন। এরপরই সেদেশের হয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপে খেলার সুযো পান।
২০২৪ টি২০ বিশ্বকাপে সৌরভ নেত্রভালকরের মার্কিন যুক্তরাষ্ট্র শিবির হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। তাঁদের দেশের ক্রিকেটের ইতিহাসে সেটাই অন্যতম সফল এবং ঐতিহাসিক জয়। যদিও এরপর আর তেমন নজর কাড়ার সুযোগ পাননি সৌরভ। ফলে তিনি আপাতত দেশের হয়ে খেলার পাশাপাশি যে কর্পোরেটে কর্মরত, সেখানেই নিজের পেশাগত সময় কাটাচ্ছেন।