কোনও অঘটন ঘটল না। প্রত্যাশিতভাবেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরের দুই টেস্টের দলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী ওপেনার স্যান কনস্টাস। অস্ট্রেলিয়ার এই ওপেনিং ব্যাটার বয়সে তরুণ হলেও এখনই শেফিল্ড শিল্ডে যা পারফরমেন্স করেছেন, তাতে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর সঙ্গেই দলে ডাক পেয়েছেন বোলার রিচার্ডসনও।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
ম্যাকসুইনি ব্যর্থ হতেই দলে স্যাম-
ওপেনিং পজিশনে প্রথম কয়েকটা ম্যাচে খেলানো হয়েছিল নাথান ম্যাকসুইনিকে। এমনিতে তিনি ওপেনার নন। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে অনেকটা জোড়াতাপ্পি দিয়ে কাজ চালানোর জন্যই তাঁকে এনেছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন তিন টেস্টেই, এরপরই তাঁর পরিবর্তেই পরের দুই টেস্টের স্কোয়াডে ডাকা হল স্যাম কনস্টাসকে। এছাড়াও স্কোয়াডে রয়েছেন সন অ্যাবট।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
অন্যতম কনিষ্ঠতম টেস্ট ক্রিকেটার কনস্টাস-
স্যাম কনস্টাস অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে টেস্টে অন্যতম কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক করতে পারেন মেলবোর্নে। প্যাট কামিন্স ১৮ বছর ১৯৩ দিন বয়সে দঃ আফ্রিকার বিরুদ্ধে ২০১১ সালে জোহানেসবার্গে টেস্ট অভিষেক করেছিলেন, স্যাম তাঁর থেকেও ছোট। বক্সিং ডে টেস্ট ও সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার জাই রিচার্ডসনও। তিনি প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন, জোশ হেজেলউড চোট পেয়ে ছিটকে যাওয়ায়।
ইংলিসকে মিডল অর্ডারে খেলানো হতে পারে-
জোস ইংলিস দলে থাকার পরেও স্পেশালিস্ট ওপেনার হিসেবে স্যাম কনস্টাসকে স্কোয়াডে আনাকে অনেকে মনে করছেন ক্রিকেট অস্ট্রেলিয়া কিছুটা গ্যাম্বেলই করলেন। তিনি ক্লিক করে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সেই কারণেই তাঁকে সুযোগ দিয়ে দেখা হতে পারে। সেক্ষেত্রে জোস ইংলিসকে খেলাতে হলে, তাঁকে মিডল অর্ডারে খেলানো হবে।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
অস্ট্রেলিয়ার ইয়ান ক্রেগ মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে ব্যাগি গ্রিনসদের হয়ে টেস্টে অভিষেক করেছিলেন। চলতি বছরে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্সের পর শেফিল্ড শিল্ডে সিনিয়রদের বিরুদ্ধেও দুরন্ত পারফরমেন্স করেছেন তিনি। একই ম্যাচে জোড়া শতরানের নজিরও গড়েছেন কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে। এছাড়াও নিজের মধ্যে প্রবল আত্মবিশ্বাস থাকায় তিনি কয়েকদিন আগে বলেছিলেন, যে তিনি নিজের খেলা সাম্প্রতিক সময় আরও খুরধার করেছেন।
অস্ট্রেলিয়ায় স্কোয়াড-
অধিনায়ক প্যাট কামিন্স, সহ অধিনায়ক ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, সন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জোস ইংলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, রিচার্ডসন, স্টার্ক, ওয়েবস্টার। (চোট থাকলেও হেডকে দলে রাখা হয়েছে পরের দুই টেস্টের)
কেন স্কোয়াডে স্যাম?
প্রসঙ্গত ভারতীয় এ দলের বিরুদ্ধে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছিলেন স্যান কনস্টাস। এছাড়াও প্রাইম মিনিষ্টার্স ইলেভেনের হয়ে ভারতের বিপক্ষে শতরানও ছিল তাঁর। শেফিল্ড শিল্ডের ম্যাচে তিনি দঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫২ এবং ১০২ রান করেছিলেন। এমন সাম্প্রতিক পারফরমেন্স দেখেই তাঁকে স্কোয়াডে নিলেন জর্জ বেলিরা।