Sachin Tendulkar post on his father: বাবাকে নিয়ে ফের আবেগঘন পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। কী লিখলেন তিনি? দেখে নিন এখানে।
বাবার জন্মদিনে তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট সচিনের (ছবি সৌজন্য: এক্স)
বাবা রমেশ তেন্ডুলকরের জন্মবার্ষিকী। তাঁকে নিয়ে এক্স-এ আবেগঘন পোস্ট করলেন ছেলে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এর আগেও বিভিন্ন সময় বাবাকে নিয়ে পোস্ট করেছেন সচিন। ফাদার্স ডে হোক, বা অন্য কোনও দিন। বিভিন্ন দিনে বাবাকে স্মরণ করতে দেখা গিয়েছে অন্যতম সেরা ক্রিকেটার সচিনকে। ১৮ ডিসেম্বর সকালেও দেখা গেল তেমনই এক পোস্ট। বাবাকে নিয়ে স্মৃতিচারণে ভাসলেন মাস্টার ব্লাস্টার।
বাবা তাঁর খুব যত্নশীল প্রকৃতির মানুষ ছিলেন। প্রথম লাইনেই এমনটা লেখেন সচিন। পাশাপাশি এও মনে করিয়ে দেন, রমেশ তেন্ডুলকর কখনই কড়া ধাতের লোক ছিলেন না। সচিনের কথায়, রমেশ তাঁকে জীবনে নিজের ইচ্ছেমতো কেরিয়ার বেছে নিতে দিয়েছেন। কোনও শর্ত ছাড়াই ছেলের ইচ্ছেকে সমর্থন জানিয়েছেন রমেশ। তাঁকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছেন তিনি।
সচিন লেখেন, তাঁর মতে, তাঁর বাবা যেভাবে সন্তানদের বড় করেছেন, তা পেরেন্টিং-এর আদর্শ শিক্ষা। সবসময় সন্তানদের ভালোবাসা ও স্বাধীনতা দিয়েছেন রমেশ। রমেশ তেন্ডুলকরের চিন্তাভাবনা সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল। এমনটাই মনে করেন সচিন। তাঁর কথায়, বাবাকে ভালোবাসার হাজারটা কারণের মধ্যে এটি একটি বড় কারণ। সচিন যা হতে পেরেছেন, তা তার বাবার জন্যই। এমনটাও লেখেন প্রাক্তন ক্রিকেটার। সবচেয়ে নিচের লাইনে তাঁকে লিখতে দেখা যায়, ‘শুভ জন্মদিন বাবা, আমি তোমাকে প্রতিদিন মিস করি!’