আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাটে বলে দুই বিভাগেই আফগানদের পরাস্ত করে সেমিক দিকে এক পা এগিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনাল কার্যত পাকা হয়ে যাবে ভারতের। আফগানিস্তান ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি তেমন নজর কাড়তে পারেননি। শিবম দুবে, রবীন্দ্র জাদেজাদের থেকেও বড় রান আসেনি। তবে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব, সেই ক্ষতি মেরামত করে দিয়েছিলেন। এরপর আফগানিস্তানের ওপর বুলডোজার চালিয়ে দেন ভারতীয় বোলাররাও । এরই মধ্যে ঋষভ পন্তের ক্যাচ নেওয়ার পদ্ধতি দেখে অবাক হয়ে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন-শরীর আকাশে ছুঁড়ে অবিশ্বাস্য ক্যাচ ল্যাবুশানের, না দেখলে বিশ্বাসই হবে না, ভিডিয়ো
কুলদীপ যাদবের বলে ২১ বলে ১৭ রান করে আউট হন গুলবাদিন নায়েব। একটি শট তিনি খেলতে চাইলেও, তা ঠিকঠাক কানেক্ট না হওয়ায় চলে যায় রোহিতের কাছে। এবারে উইকেটের পিছনে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের এই উইকেটরক্ষক। তাই বল রোহিত শর্মার দিকে চলে গেলেও অনেক উঁচুকে থাকায়, সেই সময়ের মধ্যে পন্ত পৌঁছে গিয়ে তিনিই গিয়ে ক্যাচ নেন। রোহিত অবশ্য পন্ত এগিয়ে আসছেন দেখে তিনি একই জায়গায় দাঁড়িয়ে যান, আউট হয়ে সাজঘরে ফেরেন গুলবাদিন। পন্তের এমন ক্যাচ নেওয়ার পর রোহিত শর্মা মুখে আসে এক অদ্ভূত ভঙ্গিমা। যার ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।
আরও পড়ুন-সমালোচনা করাকে অভ্যাসে পরিণত করেছেন হাফিজ, এবার দিলেন বিরাটের মন্তব্যের সাফাই
ক্যাচের সেই ভিডিয়োর সঙ্গে রোহিত শর্মা-র রিয়্যাকশন সবই আইসিসির তরফে মজা করে ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে। ক্যাচ নিয়ে বল রোহিতের দিকে ছুঁড়ে দেন পন্ত, যদিও রোহিতের গায়ে লেগে সেই বল চলে যায়। কুলদীপ যাদব উইকেট নিলেও, বিষয়টিতে তিনি একটু হতবাকই ছিলেন, কারণ যার সামনে বল তাঁরই ক্যাচ নেওয়ার উচিত একশ শতাংশ নির্ভুল থাকার জন্য।
আরও পড়ুন-একই বলে দু'বার আউট,তবু সাজঘরে ফিরলেন না শান মাসুদ, ইংল্যান্ড T20তে অবাক কাণ্ড,ভিডিয়ো
ব্যাট হাতে ১১ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্ত। ছোট ক্যামিও হলেও তাঁর গুরুত্ব ছিল অপরিসিম। আর উইকেটের পিছনে থেকে তিনি গ্লাভস হাতে নেন তিনটি ক্যাচ, এর মধ্যে রয়েছে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং টেলেন্ডার নবিন উল হকের উইকেটটিও।