ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এমনিতে বিশ্বজুড়ে আচ্ছা আচ্ছা বোলারদের মাথা খারাপ করে দিতে পারেন নিজের দিনে। সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও। ৭৬ রান করেন, দলকে জেতান। সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পান হিটম্যান। যদিও ২২ গজের বাইরে কিন্তু রোহিত একদমই আলাদা একরকমের মানুষ।
এমনিতে শেষ কয়েক বছরে রোহিত শর্মার গার্ডেনে ছেলেদের ঘোরা নিয়ে করা মন্তব্য বড্ড ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অনেকেই দাবি করে থাকেন মাঠে যেমন বিরাট আর রোহিত শর্মা পাল্লা দিয়ে খেলেন, একে অপরকে ছাপিয়ে যান। তেমন খেলার পাশাপাশি বকাঝকা বা ক্রিকেটারদের ভুল করলে গালাগাল করাতেও নাকি তাঁরা একে অপরকে টেক্কা দিতে পারেন।
পরিবারের সঙ্গে সময় কাটালেন রোহিত-বিরাট
তবে তাঁরা দুজনেই যে পরিবারের সঙ্গে একদমই পুকি মেজাজে মেশেন, সেটা দেখা গেল আরও একবার চ্যাম্পিনয়ন্স ট্রফির ফাইনালে। ম্যাচের শেষে বিরাট কোহলি স্ত্রী অনুষ্কার শর্মার জন্য জলের বোতল খুলে দিলেন, সঙ্গে ট্রফি জয়ের পর একাধিকবার আলিঙ্গন তো ছিলই। তেমন রোহিত শর্মাও স্ত্রী মেয়ের সঙ্গে কাটালেন উৎসবের মূহূর্তটা। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে স্টেডিয়ামের সাইডলাইনে স্ত্রী রিতিকা সাজদেহ ও মেয়ে সামাইরার সঙ্গে জয় উদযাপন করেন রোহিত।
দুবাইতে রোহিতের পাশে রিতিকা এবং সামাইরা
রিতিকা এবং সামাইরা ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখতে দুবাই গিয়েছিলেন। বাবার জয় দেখে রোহিতের মেয়ে এতটাই খুশি এবং স্বস্তি পেয়েছিল যে সে তার বাবাকে জড়িয়ে ধরেছিল এবং তাকে ছাড়তেই চাইছিল না। আর তা দেখে রোহিতের স্ত্রী রিতিকা তো হাসি থামাতেই পারছিলেন না নিজের। রোহিতও একজন দায়িত্ববান বাবার মতোই মেয়েরা সামাইরাকে আগলে রেখেছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির পদক, ট্রফি এবং বিখ্যাত সাদা জ্যাকেট পাওয়ার পরে, রোহিত শর্মা স্ত্রী ঋতিকার সাথে উষ্ণ এবং আবেগময় আলিঙ্গন ভাগ করে নেওয়ার জন্য তার পরিবারের কাছে ফিরে এসেছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। জয়ের জন্য ২৫২ রান তাড়া করতে নেমে ভারত তাদের অধিনায়কের টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরির মাধ্যমে দ্রুত শুরু করেছিল। এরপর কেএল রাহুল অপরাজিত ৩৪ রান করে ছয় বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন। জাদেজা উইনিং রানটি নেন। ২০০২ ও ২০১৩ সালে শিরোপা জয়ের পর এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি।
বিরাট খুশি দলের এমন জয়ে
ম্যাচ শেষে রোহিত বলেন, ‘খুব ভালো লাগছে। টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাই আমাদের মনের মতো ফল পাওয়ায় দারুণ অনুভূতি হচ্ছে। ’ তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে বলতে শোনা যায়, ‘এটা দারুণ জয় আমাদের দলের জন্য, আমরা কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। একঝাঁক অসাধারণ তরুণের সঙ্গে খেলা দারুণ লাগছে। তারা এগিয়ে আসছে এবং ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।’