ক্যাপ্টেনকে যদি রংচটা দেখায়, তবে দলের মনোবলে প্রভাব পড়তে বাধ্য। ক্যাপ্টেন ইতিবাচক পারফর্ম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দিলে দল মরিয়া হয়ে ঝাঁপাবে, সেটাই স্বাভাবিক। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে অপছন্দের মিডল অর্ডারে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে দলনায়কের ফর্মের স্বার্থেই জায়গা ছাড়তে পারেন লোকেশ রাহুল।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ৩টি টেস্টে ভারতের হয়ে ওপেন করেন লোকেশ রাহুল। ওপেনার হিসেবে তিনি সফলও হয়েছেন। তিন টেস্টে ভারতের হয়ে সব থেকে বেশি ২৩৫ রান সংগ্রহ করেন রাহুল। তিনি ২টি হাফ-সেঞ্চুরি করেছেন চলতি সিরিজে ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করতে নেমে। তবে মেলবোর্ন টেস্টে ওপেন থেকে সরতে পারেন লোকেশ। ফর্মে ফেরার লক্ষ্যেই বক্সিং ডে টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে- এমনটাই খবর টাইমস অফ ইন্ডিয়ার।
রোহিত ওপেনে ফিরলেও লোকেশ রাহুলকে মিডল অর্ডারে ফেরত পাঠানো নাও হতে পারে। এক্ষেত্রে লোকেশ ব্যাট করতে নামতে পারেন শুভমন গিলের জায়গায় তিন নম্বরে। সুতরাং, বক্সিং ডে টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে রীতিমতো চমক দেখা যেতে পারে।
শুধু তাই নয়, ভারত মেলবোর্ন টেস্টে একাধিক স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে নবাগত তনুষ কোটিয়ান নন, বরং রবীন্দ্র জাদেজার সঙ্গে দ্বিতীয় স্পিনারের ভূমিকা ভাগ করে নিতে পারেন অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
মেলবোর্নে বাড়তি স্পিনার খেলাতে হলে ভারতকে বসাতে হবে একজন পেস বোলারকে। এক্ষেত্রে বিশেষজ্ঞ কোনও পেসার নয়, বরং ভারত রিজার্ভ বেঞ্চে পাঠাতে পারে পেসার অল-রাউন্ডার নীতীশ রেড্ডিকে। নবাগত নীতীশ চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে বল হাতে তেমন একটা নজর কাড়তে পারেননি। তবে ব্যাট হাতে চমক দিয়েছেন সন্দেহ নেই।
নীতীশ ৩ টেস্টের ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৭৯ রান সংগ্রহ করেছেন। তিনি ৫টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন সাকুল্যে ৩টি উইকেট। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর পার্থ টেস্টে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। তিনি চলতি সিরিজের ১টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৩৩ রান সংগ্রহ করেন। তিনি বল হাতে সংগ্রহ করেন ২টি উইকেট।
মোলবোর্ন টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জসওয়াল, রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি/ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।