মিলল না স্বস্তি। মেলবোর্নের বক্সিং ডে টেস্টের আগের দিনই অজি দলনায়ক প্যাট কামিন্স সিলমোহর দিলেন ভারতের দুঃসংবাদে। যদিও কামিন্সের আগেই অজি কোচও সম্ভাবনার কথা শুনিয়ে গিয়েছেন।
ব্রিসবেনের তৃতীয় টেস্টের পরে হেডের চোটের খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। হেড চোটের জন্য মেলবোর্নের চতুর্থ টেস্টে অনিশ্চিত ছিলেন। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে বেশ কয়েকদিনের ব্যবধান থাকায় হেডের ম্যাচ ফিট হয়ে উঠতে অসুবিধা হয়নি। অজি দলনায়ক প্যাট কামিন্স বুধবার স্পষ্ট জানিয়ে দেন যে, হেড মেলবোর্ন টেস্টে মাঠে নামবেন। ট্র্যাভিসকে রেখেই বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ ঘোষণা করে দেন কামিন্স।
উল্লেখ্য, ট্র্যাভিস হেড চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ৩টি টেস্টের ৫টি ইনিংসে ব্যাট করেছেন। তিনি সংগ্রহ করেছেন দু'দলের সব ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি ৪০৯ রান। ব্যাটিং গড় ৮১.৮০। হেড ৯৪.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন, যা বাড়তি সুবিধা করে দেয় অস্ট্রেলিয়াকে। দ্রুত গতিতে রান তুলে ভারতীয় বোলারদের যারপরনাই বিব্রত করেন ট্র্যাভিস। তিনি সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫২ রানের।
ট্র্যাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটার চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে তেমন একটা চমক দিকে পারেননি। সেদিক থেকে হেড একাই তফাৎ গড়ে দেন বলা যায়।
অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের প্রথম একাদশে একজোড়া রদবদল করে। ওপেনার ন্যাথন ম্যাকসুইনিকে বাদ দেওয়ায় মেলবোর্নে নতুন ওপেনিং জুটি নামাতেই হতো অজিদের। এক্ষেত্রে উসমান খোয়াজার সঙ্গে অজি ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে আর কোনও রদবদল হচ্ছে না। তিনে ল্যাবুশান, চারে স্মিথ, পাঁচে হেড, ছয়ে অল-রাউন্ডার মিচেল মার্শ ও সাতে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ব্যাট করতে নামবেন।
চোটের জন্য জোশ হেজেলউড অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। ফলে তাঁর জায়গায় দলে ফেরেন স্কট বোল্যান্ড। হেজেলউডের অনুপস্থিতিতে বোল্যান্ড অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে মাঠে নামেন। তিনি সেই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট দখল করেন। ভালো খেলা সত্ত্বেও ব্রিসবেনের তৃতীয় টেস্টে বাদ পড়েন বোল্যান্ড। হেজেলউড ফিট হয়ে ওঠায় জায়গা ছাড়তে হয় তাঁকে। এবার ব্রিসবেনে হেজেলউড ফের চোট পান। ফলে ফের প্রথম একাদশের দরজা খুলে যায় বোল্যান্ডের সামনে।
মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।