
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুপার ওভারে কথার যুদ্ধে জড়িয়ে পড়লেন রোহিত শর্মা এবং মহম্মদ নবি। আফগানিস্তানের সুপার ওভারের শেষ বলে সেই ঘটনা ঘটে। মুকেশ কুমারের ওয়াইড ইয়র্কার ব্যাটে লাগাতে পারেননি নবি। শেষ বল হওয়ায় রান নিতে দৌড়ান আফগানিস্তানের তারকা। উইকেটের পিছন থেকে বলটা ছুড়ে দেন ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন। তা নবির পায়ে লেগে ওভারথ্রো হয়ে যায়। তাতে দৌড়ে আরও দু'রান নিয়ে নেন নবি এবং রহমানউল্লাহ গুরবাজ। তাতেই তুমুল রেগে যান ভারতীয় অধিনায়ক। পায়ে লেগে বল যাওয়ার পরে কেন আফগানিস্তানের তারকা রান নিয়েছেন, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। নবির সঙ্গে তাঁকে কিছুটা উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। বিরাট কোহলিও অসন্তোষ প্রকাশ করেন। পায়ে হাত দিয়ে দেখাতে থাকেন। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। তিন রানই দেওয়া হয় আফগানিস্তানকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। রোহিত ও নবি দু'জনেই মাঠের বাইরে চলে যান।
নিয়ম অনুযায়ী, তিন রানই প্রাপ্য আফগানিস্তানের। কারণ নবি যখন দৌড়াচ্ছিলেন, তখন তিনি নিজের ‘লাইন’ পরিবর্তন করেননি। একটা সোজা পথেই দৌড়াচ্ছিলেন। উইকেটের উপরও দৌড়াচ্ছিলেন না নবি। অর্থাৎ নিয়ম অনুযায়ী, কোনও ভুল করেননি আফগানিস্তানের তারকা। পুরোটাই 'স্পিরিট অফ ক্রিকেট'-র বিষয়। যে স্পিরিট নিয়ে কম বিতর্ক হয়নি। বিশেষজ্ঞদেরও মতে, নবি যে কাজটা করেছেন, তা ভুল করেননি।
কমেন্ট্রি বক্সে থাকা ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার পার্থিব প্যাটেল জানান যে দৌড়ানোর সময় লাইন পরিবর্তন করেননি নবি। তাই নিয়ম অনুযায়ী, কোনও ভুল কাজ করেননি আফগানিস্তানের তারকা। আফগানদের তিন রানই প্রাপ্য। একইসুরে নবির পাশে দাঁড়ান ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান। তাঁর বক্তব্য, রোহিত এবং বিরাট অসন্তোষ প্রকাশ করলেও যা নিয়ম আছে, তাতে তিন রানই পাওয়ার কথা আফগানিস্তানের। আম্পায়াররাও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সেই সাময়িক উত্তাপের পরে বেঙ্গালুরুর মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কারণ সুপার ওভারে আফগানিস্তান ১৬ রান তোলার পরে ভারত প্রায় জয়ের দোরগোড়ায় চলে এসেছিল। কিন্তু শেষপর্যন্ত ১৬ রানেই থমকে যায়। তারপর দ্বিতীয় সুপার ওভার হয়। তাতে পুরো খেলতে পারেনি ভারত। পাঁচ বলেই শেষ হয়ে যায় ভারতের সুপার ওভার। তোলে ১১ রান। যে রানটা তাড়া করতে নেমে তিন বলেই গুটিয়ে যায় আফগানিস্তান। প্রথম এবং তৃতীয় উইকেট নেন রবি বিষ্ণোই। তার ফলে জিতে যায় ভারত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports