বিগ ব্যাশের এই মরশুমে দাপট অব্যাহত সিডনি সিক্সার্সের। দ্বিতীয় ম্যাচেও জয় পেল তারা। ৬ উইকেটে পরাজিত করলো হোবার্ট হারিকেনসকে। সৌজন্যে ড্যানিয়েল হিউজের গোছানো একটি ইনিংস এবং অধিনায়ক টম কারানের দুর্দান্ত একটি স্পেল। এদিন সিডনির বোলারদের সামনে রান করতে রীতিমতো লড়াই করতে দেখা গিয়েছে হোবার্টের ব্যাটারদের। তবে রান তাড়া করা সহজ ছিল না সিডনির জন্যও। অল্প রান তাড়া করতে গিয়ে শুরুতেই বেগ পেতে হয়েছে তাদের। তবে এদিনের ম্যাচে সিডনি সিক্সার্সের বোলার টম কারানকে ঘিরে ঘটে একটি হাস্যকর ঘটনা, যা দেখে হাসিতে লুটিয়ে পড়েন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।
সোমবার লনসেস্টনে মুখোমুখি হয় সিডনি সিক্সার্স ও হোবার্ট হারিকেনস। এদিন ব্যাটে ও বলে দুটোতেই রাজত্ব করে সিডনি। বিন্দুমাত্র সুযোগ দেয়নি হবার্টকে। ব্যাটিং করতে নেমে রীতিমতো কষ্ট করতে হয় হোবার্টকে। তবে এদিন ম্যাচের ১৩তম ওভারে ঘটে একটি মজাদার ঘটনা। বাউন্ডারি মারেন হোবার্টের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। বাউন্ডারি লাইন থেকে বল তুলতে যাওয়ার সময় হঠাৎ আগুনের শিখা জ্বলে ওঠে, যা দেখে লাফিয়ে পড়েন টম। এই দৃশ্য দেখে কমেন্ট্রি বক্সে বসে হাসতে থাকে প্রাক্তন অজি অধিনায়ক এবং তারকা ব্যাটার রিকি পন্টিং। প্রাক্তন অজি অধিনায়ককে বলতে শোনা যায়, 'সবাই টম কারানকে দেখো। কীভাবে ভয় পেয়ে লাফিয়ে উঠেছে।' পন্টিংয়ের মন্তব্যে হাসিতে লুটিয়ে পড়েন বাকি ধারাভাষ্যকাররাও । প্রসঙ্গত ১৭ ওভারে টম কারানের বলেই আউট হন কোরি অ্যান্ডারসন।
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ন্যাথন এলিসরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে হোবার্ট তোলে ১৩৫ রান। সর্বোচ্চ ৪২ রান করেন ক্যালেব জিউয়েল। সিডনির বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টম। এছাড়া দুটি করে উইকেট পান জ্যাক এডওয়ার্ডস ও বেন এবং একটি উইকেট তোলেন জ্যাকসন বার্ড। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় সিডনি। অর্ধশতরান করেন ড্যানিয়েল হিউস। তাঁর সংগ্ৰহ ৫০ বলে ৬০ রান।
সিডনির বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান করি অ্যান্ডার্সন এবং একটি করে উইকেট পান মেরেডিথ ও ন্যাথন এলিস। ম্যাচের সেরা হন ড্যানিয়েল হিউস। এই মুহূর্তে কোনও পয়েন্ট সংগ্রহ না করে ষষ্ঠ স্থানে রয়েছে হোবার্ট এবং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে সিডনি। এরপর সিডনি নিজেদের ঘরের মাঠে ২২ ডিসেম্বর অ্যাডিলেডের মুখোমুখি হবে।