ভারতবর্ষের যে প্রান্তেই যান না কেন, খ্যাতির বিড়াম্বনা তাড়া করে বেড়ায় বিরাট কোহলিকে। আর পাঁচজন সাধারণ মানুষের মতো রাস্তায় হেঁটে বেড়ানো সম্ভব হয় না কোহলির মতো তারকা ক্রিকেটারের। একবার সাধারণের গণ্ডি টপকে বিশেষ হয়ে উঠলে শিকড়ে ফেরা মুশকিল। আইপিএল শুরুর আগে মাসদুয়েক সেই শুরুর দিনগুলিতে ফিরতে পারায় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালেন কোহলি।
সোমবার চিন্নাস্বামীতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৭ রানের ম্যাচ জেতানো ইনিংসের স্বীকৃতি মেলে কোহলির। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে তাঁর হাতে। সেই সঙ্গে আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপ আপাতত মাথায় পরেন বিরাট। ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি হাতে নেওয়ার পরে সঙ্গত কারণেই ম্যাচ সংক্রান্ত ও ক্রিকেটীয় বিষয়ে নিজের মতামত জানান কোহলি। তবে হর্ষ ভোগলে এই সুযোগে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ নিরসনে বিরাটের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার চেষ্টা করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে গত ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার কথা ছিল কোহলির। তিনি প্রথম ২টি টেস্টের স্কোয়াডে নির্বাচিতও হয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে সিরিজ শুরুর ঠিক আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন কোহলি। প্রায় ২ মাস ভারতীয় ক্রিকেট থেকে বেপাত্তা হয়ে যান বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়ত বজায় রাখে। শেষমেশ আইপিএলের আসরে মাঠে ফেরেন বিরাট।
আরও পড়ুন:- CSK IPL 2024 Fixtures: চেন্নাই সুপার কিংসের পূর্ণাঙ্গ আইপিএল সূচিতে চোখ রাখুন
মাঝের ২ মাস বিরাটের ক্রিকেট থেকে দূরে সরে থাকা নিয়ে বিস্তর চর্চা হয়। যদিও কোহলি যে এই সময়ে দ্বিতীয় সন্তানের পিতা হন, সেটা জানতে বাকি নেই কারও। সোমবার হর্ষ ভোগলে বিরাটের জীবনের সেই দুই মাসের অধ্যায় নিয়ে জানতে চান। কোহলি উত্তর দিতে কুণ্ঠা বোধ করেননি।
বিরাট বলেন, ‘আমরা দেশে ছিলাম না। আমরা এমন একটা জায়গায় ছিলাম, যেখানে লোকে আমাদের চিনতে পারছিল না। সাধারণ মানুষের মতো রাস্তায় হেঁটে বেড়াতে পারতাম। এই দু’মাসে পরিবারের সঙ্গে সময় কাটানো, সাধারণ মানুষের মতো অনুভূতি ফিরে পাওয়াটাই অকল্পনীয় অভিজ্ঞতা ছিল।'
আরও পড়ুন:- RCB vs PBKS Live Score Updates, IPL 2024: কোহলি-কার্তিকের ব্যাটে উত্তেজক জয় আরসিবির
পরক্ষণেই কোহলি বলেন, ‘অবশ্যই পরিবারের দিক থেকে দেখলে ২টি সন্তান হওয়ার পরে সবকিছু সম্পূর্ণ বদলে গিয়েছে। পরিবারের সঙ্গে থাকা, বড় মেয়ের সান্নিধ্য ছিল অবিস্মরণীয়। এই দুই মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ায় ঈশ্বরের প্রতি যারপরনাই কৃতজ্ঞ। আর পাঁচজন মানুষের মতো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, অথচ কেউ চেনে না, এই অভিজ্ঞতাই ছিল দুর্দান্ত।’