
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শক্তিশালী দল নিয়েও আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবার টুর্নামেন্টে নিজেদের প্রথম হোম ম্যাচের লড়াই ছিল আরসিবির। নিজেদের দ্বিতীয় লিগ ম্যাচে বিরাট কোহলিদের প্রতিপক্ষ ছিল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জব কিংস। পঞ্জাব অবশ্য জয় দিয়ে নতুন মরশুম শুরু করে। তারা ঘরের মাঠ মুল্লানপুরে নিজেদের প্রথম লিগ ম্যাচে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালসকে। যদিও অ্যাওয়ে ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারেননি গব্বররা। আরসিবি নিজেদের ডেরায় বরাবর শক্ত ঠাঁই। তারা টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় সোমবারই। চিন্নাস্বামীতে পঞ্জাবকে হারিয়ে শেষ হাসি হাসে বেঙ্গালুরু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৪-এর ষষ্ঠ লিগ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে। এছাড়া আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর, স্কোর আপডেট, তথ্য-পরিসংখ্যানের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আরসিবির বিরাট কোহলি। তিনি সেই সঙ্গে অরেঞ্জ ক্যাপও মাথায় পরেন। ২ ম্যাচে কোহলির ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৯৮ রান।
ফের একবার ফিনিশারের ভূমিকা সাফল্যের সঙ্গে পালন করলেন দীনেশ কার্তিক। শেষ ওভারে আর্শদীপ সিংয়ের প্রথম বলে ছক্কা মারেন কার্তিক। একটি ওয়াইডের পরে ওভারের দ্বিতীয় বলে চার মেরে আরসিবির জয় নিশ্চিত করেন দীনেশ। পঞ্জাব কিংসের ৬ উইকেটে ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে বেঙ্গালুরু। সেই সঙ্গে তারা পয়েন্টের খাতা খুলে ফেলে। কার্তিক ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৮ বলে ১৭ রান করেনট-আউট থাকেন মহীপাল। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৩.২ ওভারে ৪০ রান খরচ করেও কোনও উইকেট পাননি আর্শদীপ সিং। আরও পড়ুন:- KKR Full IPL 2024 Fixtures: ১৫ দিনের মধ্যে ইডেনে পরপর ৫টি ম্যাচ খেলবে কেকেআর, দেখুন নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ সূচি
১০তম ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। তাঁর প্রথম বলে ১ রান নেন মহীপাল লোমরোর। তার পরেই ১টি ওয়াইড বল করেন তিনি। ওভারের তৃতীয় বলে চার মারেন দীনেশ কার্তিক। পঞ্চম বলে ছক্কা মারেন তিনি। শেষ বলে ১ রান নেন দীনেশ। ওভারে মোট ১৩ রান ওঠে। সুতরাং, জয়ের জন্য শেষ ওভারে বেঙ্গালুরুর দরকার ১০ রান। ১৯ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৬৭ রান। ৮ বলে ১৮ রান করেছেন দীনেশ কার্তিক। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। ৮ বলে ১৭ রান করেছেন মহীপাল লোমরোর। তিনিও ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হার্ষাল ৪ ওভারে ৪৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
১৮তম ওভারে আর্শদীপ সিংয়ের তৃতীয় বলে ছক্কা মারেন মহীপাল লোমরোর। চতুর্থ বলে চার মারেন তিনি। ওভারে ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৫৪ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২ ওভারে ২৩ রান দরকার বেঙ্গালুরুর। ৭ বলে ১৬ রান করে ব্যাট করছেন মহীপাল লোমরোর। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩ বলে ৭ রান করেছেন দীনেশ কার্তিক। তিনি ১টি চার মেরেছেন। আর্শদীপ ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
অবশেষে উইকেটের মুখ দেখলেন স্যাম কারান। দু'বার কোহলির উইকেট তোলার সুযোগ তৈরি করেন তিনি। তবে ফিল্ডারদের ব্যর্থতায় উইকেট পাওয়া হয়নি তাঁর। এবার ১৬.২ ওভারে অনূজ রাওয়াতকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান কারান। রিবিউ নিয়েও বাঁচেননি রাওয়াত। তাঁকে আম্পায়ার্স কলে মাঠ ছাড়তে হয়। ১৪ বলে ১১ রান করেন অনূজ। মারেন ১টি চার। আরসিবি ১৩০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহীপাল লোমরোর। তিনি ইমপ্যাক্ট প্লেয়াক হিসেবে মাঠে নামেন। ক্রিজে এসেই চার মারেন মহীপাল। ওভারের পঞ্চম বলে চার মারেন কার্তিক। ১৭ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৪১ রান। জিততে শেষ ৩ ওভারে ৩৬ রান দরকার বেঙ্গালুরুর। কারান ৩ ওভারে ৩০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
বিরাট ধাক্কা বেঙ্গালুরু শিবিরে। ১৬তম ওভারে হার্ষাল প্যাটেলের বলে আউট হয়ে বসেন বিরাট কোহলি। ওভারের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন কোহলি। ১৫.৬ ওভারে হার্ষালের বলে হরপ্রীতের হাতে ধরা পড়েন কোহলি। ৪৯ বলে ৭৭ রান করে মাঠ ছাড়েন বিরাট। মারেন ১১টি চার ও ২টি ছক্কা। আরসিবি দলগত ১৩০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। হার্ষাল প্যাটেল ৩ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ১১ রানে ব্যাট করছেন অনূজ রাওয়াত।
১৪তম ওভারে কাগিসো রাবাদার প্রথম বলে চার মারেন অনূজ রাওয়াত। ওভারে ৭ রান ওঠে। রাবাদা ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ১৫তম ওভারে বল করতে আসেন হরপ্রীত ব্রার। তাঁর ওভারে ৫ রান ওঠে। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৪ উইকেটে ১১৮ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৯ রান দরকার বেঙ্গালুরুর। কোহলি ৪৪ বলে ৬৭ রান করেছেন। ১১ বলে ১০ রান করেছেন অনূজ রাওয়াত। হরপ্রীত ব্রার ৪ ওভারের বোলিং কোটায় মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
১৩তম ওভারের শুরুতেই আরসিবি শিবিরে বড় ধাক্কা দেন হরপ্রীত ব্রার। ১২.১ ওভারে হরপ্রীতের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। আরসিবি দলগত ১০৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনূজ রাওয়াত। হরপ্রীতের ওভারে মোটে ৩ রান ওঠে। ১৩ ওভার শেষে আরসিবির স্কোর ৪ উইকেটে ১০৬ রান। ৪০ বলে ৬৪ রান করেছেন বিরাট কোহলি। রাওয়াত ৩ বলে ২ রান করেছেন। হরপ্রীত ৩ ওভারে মাত্র ৯ রান খরচ করে ২টি উইকেট তুলে নিয়েছেন।
১২তম ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন বিরাট কোহলি। ওভারের শেষ বলে চার মারেন তিনি। ওভারে মোট ১৫ রান ওঠে। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ১০৩ রান। বিরাট কোহলি ৬৩ রানে ব্যাট করছেন। ৩৮ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন। গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত রয়েছেন ৪ বলে ৩ রান করে। হার্ষাল প্যাটেল ২ ওভারে ২০ রান খরচ করেছেন। এখনও কোনও উইকেট নিতে পারেননি তিনি।
১০.৩ ওভারে হরপ্রীত ব্রারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রজত পতিদার। ১৮ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন রজত। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলগত ৮৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। হরপ্রীতের ওভারে ৩ রান ওঠে। ১১ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৮৮ রান।কোহলি ৩৪ বলে ৫১ রান করেছেন। ২ বলে ১ রান করেছেন ম্যাক্সওয়েল। হরপ্রীত ২ ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট তুলে নিয়েছেন।
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৯.৩ ওভারে কাগিসো রাবাদার বলে ১ রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। টি-২০ ক্রিকেটে এই নিয়ে ১০০ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকান কোহলি। রাবাদার ওভারে ৮ রান ওঠে। ১০ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৮৫ রান। বিরাট ৫০ ও পতিদার ১৮ রানে ব্যাট করছেন। রাবাদা নিজের ৩ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নিয়েছেন।
নবম ওভারে বল করতে আসেন রাহুল চাহার। তাঁর দ্বিতীয় বলে ছক্কা মারেন রজত পতিদার। চতুর্থ বলে ছক্কা হাঁকান বিরাট কোহলি। ওভারে মোট ১৬ রান ওঠে। ৯ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোর ২ উইকেটে ৭৭ রান। কোহলি হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। কিনি ২৮ বলে ৪৭ রান করেছেন। মেরেছেন ৮টি চার ও ১টি ছক্কা। ১৪ বলে ১৮ রান করেছেন রজত পতিদার। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। রাহুল চাহার নিজের প্রথম ওভারে ১৬ রান খরচ করেন।
সপ্তম ওভারে বল করতে আসেন হরপ্রীত ব্রার। তাঁর ওভারে ৬ রান তোলে আরসিবি। তাও ২ রান আসে লেগ-বাই হিসেবে। অষ্টম ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। তিনি মাত্র ৫ রান খরচ করেন। ৮ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোর ২ উইকেটে ৬১ রান। ২৬ বলে ৪০ রান করেছেন বিরাট কোহলি। ১০ বলে ৯ রান করেছেন রজত পতিদার। কোহলি ৮টি ও রজত ১টি চার মেরেছেন।
ফের স্যাম কারানের বলে জীবনদান পেলেন বিরাট কোহলি। এবার তাঁর ক্যাচ ছাড়েন রাহুল চাহার। ৫.৩ ওভারে দ্বিতীয়বার জীবনদান পাওয়ার সময় বিরাটের স্কোর ছিল ৩৩ রান। কারানের ওভারে ৩ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবি ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে। কোহলি ৩৫ রানে ব্যাট করছেন। ২১ বলের ইনিংসে তিনি ৮টি চার মেরেছেন। ৫ রানে ব্যাট করছেন রজত পতিদার। কারান ২ ওভারে ১৯ রান খরচ করেছেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। তাঁর বলেই বিরাট কোহলি ২ বার জীবনদান পান। আরও পড়ুন:- CSK IPL 2024 Fixtures: চেন্নাই সুপার কিংসের পূর্ণাঙ্গ আইপিএল সূচিতে চোখ রাখুন
চতুর্থ ওভারে আর্শদীপ সিংয়ের বলে ৩টি চার মারেন বিরাট কোহলি। ওভারে ১৩ রান ওঠে। পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন কাগিসো রাবাদা। এবার তিনি সাজঘরে ফেরান ক্যামেরন গ্রিনকে। ৪.৪ ওভারে রাবাদার বলে জিতেশ শর্মার হাতে ধরা পড়েন গ্রিন। ৫ বলে ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। আরসিবি ৪৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রজত পতিদার। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৪৭ রান। ১৬ বলে ৩৩ রান করেছেন বিরাট কোহলি। তিনি ৮টি চার মেরেছেন। রাবাদা ২ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ওভার বল করতে আসেন আর্শদীপ সিং। তাঁর ওভারে ১টি লেগবাই-সহ ৫ রান ওঠে। তৃতীয় ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। তিনি বল হাতে নিয়েই সাফল্য এনে দেন পঞ্জাবকে। রাবাদার ওভারের প্রথম বলে চার মারেন বিরাট কোহলি। ২.৪ ওভারে রাবাদার বলে স্যাম কারানের হাতে ধরা পড়েন ফ্যাফ। ৭ বলে ৩ রান করেন আরসিবি দলনায়ক। বেঙ্গালুরু ২৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ২৮ রান। রাবাদা নিজের প্রথম ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
ফ্যাফ ডু'প্লেসিকে সঙ্গে নিয়ে আরসিবির হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। পঞ্জাবের হয়ে বোলিং শুরু করেন স্যাম কারান। দ্বিতীয় বলেই স্লিপে কোহলির সহজ ক্যাচ ছাড়েন জনি বেয়ারস্টো। বল জনির হাতে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। শূন্য রানে জীবনদান পেয়ে কোহলি তাণ্ডব শুরু করেন। সেই ওভারে আরও ৩টি চার মারেন তিনি। অর্থাৎ, ক্যাচ মিস হওয়া বাউন্ডারি মিলিয়ে বিরাট প্রথম ওভারেই ১৬ রান সংগ্রহ করে নেন। প্রথম ওভারে উইকেট পাওয়ার বদলে ১৬ রান খরচ করে বসেন কারান।
শেষ ওভারে বল করতে আসেন আলজারি জোসেফ। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন শশাঙ্ক সিং। তৃতীয় বলে আরও একটি ছক্কা হাঁকান তিনি। চতুর্থ বলে চার মারেন শশাঙ্ক। শেষ ওভারে ২০ রান ওঠে। পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে। সুতরাং, জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দরকার ১৭৭ রান। বড়সড় টার্গেট না হলেও আরসিবির সামনে পঞ্জাব চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় বলা যায়। শশাঙ্ক ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ২ বলে ২ রান করেন হরপ্রীত ব্রার। আলজারি জোসেফ ৪ ওভারে ৪৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
ডেথ ওভারে আরও একজন সেট ব্যাটসম্যানের উইকেট হারাল পঞ্জাব কিংস। ১৮.৪ ওভারে সিরাজের বলে বড় শট নেওয়ার চেষ্টায় অনূত রাওয়াতের দস্তানায় ধরা পড়েন জিতেশ শর্মা। তৃতীয় আম্পায়র টেলিভিশন রিপ্লে দেখে নিশ্চিত হন যে, বল স্পাইডার ক্যামের তারে লাগেনি। জিতেশ ২০ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন। মারেন ১টি চার ও ২টি ছক্কা। পঞ্জাব কিংস ১৫৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরপ্রীত ব্রার। ১৯ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৬ উইকেটে ১৫৬ রান। সিরাজ ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
পাওয়ার প্লে-তে কৃপণ বোলিং করা যশ দয়ালকে ডেথ ওভারে বল করতে ডাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ২টি চার মারেন স্যাম কারান। ১৭.৫ ওভারে যশ দয়ালের বলে কিপার অনূজ রাওয়াতের দস্তানায় ধরা পড়েন কারান। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২৩ রান করেন স্যাম। মারেন ৩টি চার। পঞ্জাব কিংস ১৫০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শশাঙ্ক সিং। ১৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১৫২ রান। যশ দয়াল ৪ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ২৬ রানে ব্যাট করছেন জিতেশ শর্মা।
১৬তম ওভারে কৃপণ বোলিং করেন মহম্মদ সিরাজ। তিনি মাত্র ৪ রান খরচ করেন। সিরাজ ৩ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৭তম ওভারে আরসিবি বল করতে পাঠায় আলজারি জোসেফকে। তাঁর ওভারের দ্বিতীয় বলে চার মারেন জিতেশ শর্মা। ওভারে ৭ রান ওঠে। ১৭ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৪ উইকেটে ১৩৯ রান। জিতেশ শর্মা ১৬ বলে ২৫ রান করেছেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১৩ বলে ১৫ রান করেছেন স্যাম কারান। তিনি ১টি চার মেরেছেন। ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।
১৪তম ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। ওভারের চতুর্থ বলে চার মারেন স্যাম কারান। ওভারে ৯ রান ওঠে। গ্রিন ২ ওভারে ১৯ রান খরচ করেন। ১৫তম ওভারে বল করতে আসেন মায়াঙ্ক ডাগর। তাঁর ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি ছক্কা মারেন জিতেশ শর্মা। ওভারে ১৭ রান ওঠে। ১৫ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৪ উইকেটে ১২৮ রান। ৯ বলে ১৭ রান করেছেন জিতেশ শর্মা। ৮ বলে ১৩ রান করেছেন স্যাম কারান। মায়াঙ্ক ডাগর নিজের ৩ ওভারে ৩৪ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
১২তম ওভারে বল করতে আসেন আলজারি জোসেফ। তিনি ওভারের শেষ বলে আউট করেন লিয়াম লিভিংস্টোনকে। ১১.৬ ওভারে জোসেফের বলে অনূজ রাওয়াতের দস্তানায় ধরা পড়েন লিয়াম। ১৩ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব ৯৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১২.১ ওভারে ম্যাক্সওয়েলের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। অর্থাৎ, পরপর ২ বলে ২টি উইকেট হারায় পঞ্জাব কিংস। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন গব্বর। তিনি ৩৭ বলে ৪৫ রান করে আউট হন। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ৯৮ রানে ৪ উইকেট হারায় পঞ্জাব। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। ১৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১০২ রান।
দশম ওভারে বল করতে আসেন মায়াঙ্ক ডাগর। তাঁর ওভারের শেষ বলে চার মারেন শিখর ধাওয়ান। অর্ধেক ইনিংস শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৭৮ রান। ১১তম ওভারে পুনরায় বল করতে আসেন ম্যাক্সওয়েল। তাঁর ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। ম্যাক্সওয়েলের ওভারে ১৪ রান ওঠে। ১১ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ৯২ রান। ৩৪ বলে ৪৩ রান করেছেন শিখর ধাওয়ান। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। ৯ বলে ১৪ রান করেছেন লিভিংস্টোন। ম্যাক্সওয়েল ২ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। আরও পড়ুন:- IPL 2024: শ্রেয়স থেকে রোহিত, হোলিতে রং মেখে ভূত আইপিএল তারকারা
নবম ওভারে বল করতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর প্রথম বলেই চার মারেন শিখর ধাওয়ান। চতুর্থ বলে ছক্কা হাঁকান প্রভসিমরন সিং। তবে পঞ্চম বলে অনূজ রাওয়াতের দস্তানায় ধরা পড়ে যান প্রভসিমরন। ১৭ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। পঞ্জাব কিংস ৭২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ম্যাক্সওয়েল নিজের প্রথম ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। শিখর ধাওয়ান ব্যাট করছেন ব্যক্তিগত ৩৭ রানে। ৩০ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
অষ্টম ওভারে মায়াঙ্ক ডাগরকে বোলিং আক্রমণে পাঠায় আরসিবি। মায়াঙ্ক তাঁর ওভারে প্রথম চার বলে চারটি সিঙ্গল দেন। পঞ্চম বলে ছক্কা হাঁকান শিখর ধাওয়ান। ওভারের শেষ বলে ১ রান নেন গব্বর। সুতরাং, মায়াঙ্কের ওভারে মোট ১১ রান ওঠে। ৮ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৬১ রান। শিখর ধাওয়ান ২৮ বলে ৩২ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ক্যাপ্টেনকে যথাযথ সঙ্গত করছেন প্রভসিমরন সিং। তিনি ১৪ বলে ১৯ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা।
সপ্তম ওভারে ক্যামেরন গ্রিনকে বল করতে ডাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন প্রভসিমরন সিং। গ্রিনের ওভারে মোট ১০ রান ওঠে। অর্থাৎ, সপ্তম ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে পঞ্জাব কিংস। ৭ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান। শিখর ধাওয়ান ২৪ বলে ২৩ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ১২ বলে ১৭ রান করেছেন প্রভসিমরন সিং। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। গ্রিন নিজের প্রথম ওভারে ১০ রান খরচ করেছেন।
যশ দয়ালকে টানা ৩ ওভার বল করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ষষ্ঠ ওভারে যশ দয়ালের বলে ১টি চার মারেন প্রভসিমরন সিং। যদিও ওভারে মোটে ৬ রান ওঠে। সুতরাং, পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৪০ রান। শিখর ধাওয়ান ২১ বলে ২১ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ৯ বলে ১০ রান করেছেন প্রভসিমরন সিং। তিনি ২টি চার মেরেছেন। যশ দয়াল পাওয়ার প্লে-র মধ্যে ৩ ওভার বল করে মাত্র ১০ রান খরচ করেছেন। যদিও কোনও উইকেট পাননি তিনি।
চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন যশ দয়াল। তাঁর ওভারে মোটে ৩ রান ওঠে। যশ দয়াল নিজের প্রথম ২ ওভারে মোটে ৪ রান খরচ করেন। পাওয়ার প্লে-তে এমন বোলিংকে এককথায় দুর্দান্ত বলতেই হয়। পঞ্চম ওভারে আরসিবি বল করতে পাঠায় আলজারি জোসেফকে। তাঁর ওভারে ২টি চার মারেন শিখর ধাওয়ান। সঙ্গে একটি ২ রান নেন তিনি। জোসেফের ওভারে মোট ১০ রান ওঠে। ৫ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৩৪ রান। শিখর ধাওয়ান ১৮ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ৬ বলে ৫ রান করেছেন প্রভসিমরন সিং। তিনি ১টি চার মেরেছেন।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন যশ দয়াল। তাঁর ওভারে একটি লেগবাই-সহ মাত্র ২ রান সংগ্রহ করে পঞ্জাব কিংস। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর ওভারের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন জনি বেয়ারস্টো। তবে তৃতীয় বলে বিরাট কোহলির হাতে ধরা পড়ে যান তিনি। ২.৩ ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার আগে জনি ৬ বলে ৮ রান করেন। পঞ্জাব কিংস দলগত ১৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রভসিমরন সিং। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। সিরাজের ওভারে ১২ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ২১ রান। সিরাজ ২ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
পঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো ও ক্যাপ্টেন শিখর ধাওয়ান। আরসিবির হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলেই চার মেরে স্কোরবোর্ড চালু করেন ধাওয়ান। ওভারের তৃতীয় বলে ২ রান নেন গব্বর। চতুর্থ বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন তিনি। ওভারের শেষ ২টি বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি জনি বেয়ারস্টো। সুতরাং, মহম্মদ সিরাজের প্রথম ওভার থেকে পঞ্জাব কিংস সংগ্রহ করে ৭ রান। কোনও উইকেট খোয়ায়নি তারা। ৭ রানই আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে।
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), প্রভসিমরন সিং, স্যাম কারান (ইংল্যান্ড), জিতেশ শর্মা (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, হার্ষাল প্যাটেল, কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও রাহুল চাহার। পঞ্জাব কিংসের ইমপ্যাক্ট পরিবর্ত- আর্শদীপ সিং, রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা), তনয় ত্যাগরাজন, হরপ্রীত ভাটিয়া ও বিদ্বথ কাভেরাপ্পা। পঞ্জাব চারজন বিদেশির কোয়াট তিনজন ইংল্যান্ডের ক্রিকেটারকে জায়গা করে দেয়। তাদের প্রথম একাদশে রয়েছে তিনজন উইকেটকিপার। যদিও বেয়ারস্টো ও প্রভসিমরনকে টপকে এই ম্যাচে কিপিংয়ের গ্লাভসজোড়া হাতে তুলবেন জিতেশ শর্মা।
ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন, দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া), দীনেশ কার্তিক, অনূজ রাওয়াত (উইকেটকিপার), মায়াঙ্ক ডাগর, আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), যশ দয়াল ও মহম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইমপ্যাক্ট পরিবর্ত- সুয়াশ প্রভুদেশাই, মহীপাল লোমরোর, করণ শর্মা, বিজয়কুমার বৈশাক ও স্বাপ্নিল সিং। অর্থাৎ, করণের বদলে কেবল যশ দয়ালকে শুরুতে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় আরসিবি। রান তাড়া করতে হবে বলেই সম্ভবত এমন সিদ্ধান্ত আরসিবির।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। টস জিতে আরসিবি দলনায়ক ফ্যাফ ডু'প্লেসি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাব কিংসকে। সুতরাং, চিন্নাস্বামীতে টস হেরে শুরুতে ব্যাটিং শিখর ধাওয়ানদের। নিজেদের ডেরায় রান তাড়া করার সিদ্ধা বেঙ্গালুরুর। উল্লেখযোগ্য বিষয় হল, আরসিবি তাদের প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচের কম্বিনেশনে কোনও রদবদল করেনি। পঞ্জাব কিংসও তাদের উইনিং কম্বিনেশন ধরে রাখে। অর্থাৎ, টুর্নামেন্টের একেবারে শুরুতে নিজেদের কম্বিনেশন নিয়ে অহেতুক পরীক্ষা-নীরিক্ষার রাস্তায় হাঁটতে রাজি হয়নি দু'দলই।
বিরাট কোহলি চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে সেট হয়েও আউট হয়ে বসেন। চিপকে ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২১ রান করে আউট হন কোহলি। স্বাভাবিকভাবেই ঘরের মাঠ চিন্নাস্বামীতে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরার তাদিগ চোখে পড়বে তাঁর মধ্যে। আইপিএল শুরুর আগে ক্রিকেটমহলে খবর ছড়িয়ে পড়ে যে, জাতীয় নির্বাচকরা ২০২৪ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল থেকে কোহলিকে বাদ দেওয়ার কথা ভাবছেন। একমাত্র ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অসাধারণ পারফর্ম্যান্স উপহার দিতে পারলেই নাকি বিরাটের জায়গা হতে পারে বিশ্বকাপের স্কোয়াডে। সেই নিরিখে কোহলির কাছে এবারের আইপিএল বিশ্বকাপের ট্রায়াল হিসেবে বিবেচিত হচ্ছে নিশ্চিত।
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর ষষ্ঠ লিগ ম্যাচে সম্মুখসমরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে। উল্লেখ্য, আরসিবি ও পঞ্জাব, উভয় দলই এখনও পর্যন্ত আইপিএলের খেতাব জেতেনি একবারও। রয়্যাল চ্যালেঞ্জার্স তিনবার আইপিএলের ফাইনালে উঠে তিনবারই হেরেছে। পঞ্জাব ফাইনালে ওঠে একবার এবং রানার্স হয়েই মাঠ ছাড়তে হয় তাদের। সুতরাং, দুই দলই নিজেদের ট্রফি খরা কাটাতে মরিয়া। এখন দেখার যে, সোমবার টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসে কারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports