আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে ভারতীয় দলের টেস্ট সিরিজ। প্রথমে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে ভারতীয় দল। এরপর রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বছর শেষের আগে বিশ্বচ্যাম্পিয়নশিপের অন্যতম গুরুত্বপূর্ণ জমজমাট সিরিজ বর্ডার গাভাসকর ট্রফি অনুষ্ঠিত হবে অজিদের ডেরায়। এখন থেকেই তার প্রহর গোনা শুরু করে দিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এমনিতে অস্ট্রেলিয়ার মাটিতে পেসাররা সুবিধা পেলেও যার নামের পাশে ৫০০ টেস্ট উইকেটের নজির রয়েছে, সে যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে যখন তখন খেলা ঘুরিয়ে দিতে পারে সেকথা বলাই বাহুল্য। অশ্বিনও তাই নিজের কেরিয়ারের শেষ লগ্নে এসে তৈরি হচ্ছে আরও একটা বর্ডার গাভাসকর ট্রফিতে নিজেকে উজার করে দেওয়ার জন্য।
১০০ টেস্টে ৫১৬ উইকেট নেওয়া ৩৭ বছর বয়সী রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ‘আমি খুব ভাগ্যবান, যে অনীল কুম্বলে এবং হরভজন সিংয়ের দেখানো পথে হাঁটতে পেরেছি। আমি আজকে যা, সবকিছু তাঁদেরই জন্য। আমি শুধুই ওদের যাত্রার একটা অঙ্গ মাত্র ’। অনেকটা দার্শনিকের মতোই অশ্বিন বলছেন, ক্রিকেটের কেরিয়ারটা তাঁর কাছে একরকম রিলে দৌড়ের মতো।
আরও পড়ুন-বুড়ো হাড়ে ভেল্কি! US Open-এ বাজিমাত বোপান্নার! উঠলেন মিক্সড ডবলসের সেমিতে…
তাঁর কথায়, ‘আমাকেও কোথাও না কোথাও ছাড়তে হবে, তখন সময়ের সঙ্গেই দুনিয়া এগোতে থাকবে। আমি ছাড়ার সময় অন্য কেউ আবার এগিয়ে আসবে। ক্রিকেট হচ্ছে অনেকটা ৪০০ মিটার রিলে দৌড়ের মতো। একজন ১০০ মিটার দৌড়াবে, আবার আরেকজন এসে পরের ১০০ মিটার দৌড়াবে। এভাবেই চলতে থাকবে। আমি নিশ্চিত আমার থেকে ভালো কেউ বা আমার থেকেও আকর্ষনীয় কেউ এই জায়গায় আসবে ’।
আরও পড়ুন-প্যারিস প্যারালিম্পিক্সে 'চক দে ইন্ডিয়া'! এক দিনে এল ৮ পদক! সোনা জয় সুমিত-নীতেশের…
আইপিএল যখন শুরু হয়েছিল তখনকার ক্রিকেটারদের দামের সঙ্গে এখনকার ক্রিকেটারদের দামের তুলনা টেনেই তিনি বোঝাতে চাইলেন জীবন গতিময় এবং প্রতিনিয়ত বিবর্তন হয়ে চলেছে। তামিলনাড়ুর এই তারকার কথায়, ‘এখন যখন কেউ বলে ও আইপিএলে এত টাকা পাচ্ছে, এই সেই। আমি শুনে শুধুই হাসি, আর মনে মনে ভাবি তাহলে ২০৪০ সালে কি হতে চলেছে। তখনও কি আজকের দিনের মতোই ক্রিকেটাররা দাম পাবেন নাকি আরও বেশি পাবেন ’।