চলতি রঞ্জি ট্রফির দ্বিতীয় জয় পেল মুম্বই। একটি নয়, দুটি নয়, একেবারে দশ উইকেটে ম্যাচ জিতল তারা। একেবারে দাপটে সঙ্গে হারিয়ে দিল অন্ধ্রপ্রদেশকে। ঠিক যেন চোখের নিমেষে শেষ হলো গোটা ম্যাচ। চতুর্থ দিন শেষ হওয়ার আগে শেষ হয়ে গেল গোটা ম্যাচ। সৌজন্যে ব্যাট হাতে ভূপেন লালওয়ানি, তনুশ কোটিয়ান ও মোহিত অবস্থির দুর্দান্ত ব্যাটিং এবং শামস মুলানির বিধ্বংসী বোলিং। এই ম্যাচে তিনি নেন দশটি উইকেট এবং হন ম্যাচের সেরাও। সবমিলিয়ে, একেবারে একটি আগ্রাসী ক্রিকেটের উদাহরণ তুলে ধরল মুম্বই। এই জয়ের পাশাপাশি বোনাস পয়েন্টও সংগ্রহ করতে সফল হলো তারা। গত ম্যাচেও বোনাস পয়েন্ট ঘরে তুলেছিল মুম্বই।
সোমবার, অর্থাৎ ১৫ জানুয়ারি, চতুর্থ দিনের খেলা খেলতে নামে দুই দল। এদিন ৫ উইকেটে ১৬৬ রান নিয়ে খেলতে নামে অন্ধ্রপ্রদেশ। তবে প্রথম সেশনেই ২৪৪ রানে অলআউট হয়ে যায় তারা। এই ইনিংসে চারটি উইকেট নেন শামস মুলানি। জবাবে রান তারা করতে নেমে বিনা উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। এই জয়ের জেরে টুর্নামেন্টে অনেকটাই এগিয়ে গেল অজিঙ্কা রাহানের ও তাঁর বাহিনী। পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে পেল বোনাস পয়েন্টও। এই মুহূর্তে 'গ্রুপ বি'র শীর্ষে রয়েছে মুম্বই। তাদের মোট সংগ্রহ দুই ম্যাচে ১৪ পয়েন্ট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শামস মুলানি। মোট ১০টি উইকেট নেন তিনি এই ম্যাচে ১৬১ রান দিয়ে।
প্রসঙ্গত, এই ম্যাচে নিজের পারফরম্যান্স সম্পর্কে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন মুলানি। তিনি জানিয়েছেন তিনি অপেক্ষা করছেন জাতীয় দলের সুযোগ পাওয়ার। মুলানির বক্তব্য, 'আমার বরাবরই স্বপ্ন রয়েছে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। এবার জানি না কবে সেই সুযোগটা পাবো। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য নিজের দলের হয়ে পারফর্ম করা এবং সবটুকু দিয়ে দেওয়া মাঠে। জাতীয় দলে জায়গা নিয়ে এই মুহূর্তে আমি কিছু ভাবছি না। শুধু নিজের খেলার উপর মনোযোগ দিচ্ছি। কারণ নির্বাচন বিষয়টা আমার হাতে নেই ওটা পুরোপুরি নির্বাচকদের হাতে।' পাশাপাশি, ম্যাচ চলাকালীন নিজের পরিকল্পনা সম্বন্ধেও বক্তব্য পেশ করেন মুলানি। তিনি বলেন, 'আমি ঠিক করেছিলাম নিজের শক্তি অনুযায়ী বোলিং করব এবং যতটা পারব বিপক্ষ দলকে সবদিক দিয়ে চাপে ফেলে উইকেট নেব।'