রাজস্থান প্রিমিয়র লিগে দুর্দান্ত ফর্মে পাওয়া গেল রাহুল চাহারকে। বল হাতে যেমন উইকেট নিলেন তিনি। ঠিক তেমনই ব্যাট হাতেও দুর্দান্ত ইনিংস খেললেন যোধপুর সানরাইজার্সের হয়ে খেলা চাহার। রাজস্থান প্রিমিয়র লিগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় জয়পুর ইন্ডিয়ান্স এবং যোধপুর সানরাইজার্স।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় যোধপুর। প্রথমে ব্যাট করতে নেমে জয়পুর ইন্ডিয়ান্স নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। ইনিংসের শুরুটা সেই ভাবে না হলেও দুর্দান্ত ব্যাটিং করেন শুভম ঘারওয়াল। ৩৫ বলে ৬৪ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়া ওপেন করতে নামা দিব্য গজরাজ ৩২ বলে ২৮ রান করেন মাত্র ৫টি বাউন্ডারির সৌজন্যে।
এছাড়া আর কেউ সেই ভাবে বড় রান করতে পারেননি। তবে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন দীপক চাহার এবং শুভম শর্মা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন চাহার। পাশাপাশি শুভম ৩ ওভার বল করে একটি মেডেন নেন। সেই সঙ্গে ২ উইকেট নেন তিনি। এই দুই বোলারের পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন অভিমন্যু লাম্বা এবং অনিরুদ্ধ চৌহান।
জবাবে ব্যাট করতে নেমে যোধপুর সানরাইজার্সের হয়ে ওপেন করতে নামেন অভিজিৎ তোমার এবং ভারত শর্মা। শুরুটা বেশ ভালোই করে যোধপুর। শুরুটা দেখে এটা মনে হয়েছে, এই ম্যাচ খুব সহজেই জিতে নিতে পারবে তারা। কিন্তু সময় যত গড়িয়েছে ততই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বিশেষ করে তোমার ২৩ বলে ৩৯ রান করে ফিরে যেতেই উইকেট হারাতে থাকে যোধপুর। তোমারের এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়া ভারতও ১৭ রান করেন। তবে দলকে জেতাতে মরিয়া চেষ্টা চালান চাহার।
ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মাত্র ১১ বলে ৩৪ রান করেন তিনি। একেবারে শেষ ওভারে ৫টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন চাহার। তাঁর এই ইনিংসের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এরপর অবশ্য তিনি রান আউট হয়ে যান। মাত্র ১ রানে হারতে হয় যোধপুরকে। তিন উইকেট নেন মানব।