শুভব্রত মুখার্জি:- বর্তমানে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। দেশের ক্রিকেট ইতিহাসে পারফরম্যান্সের নিরীখে খুব খারাপ সময় চলছে তাদের। ২০২৩ ওডিআই বিশ্বকাপ, ২০২৪ টি-২০ বিশ্বকাপে তারা নক আউট পর্বে উঠতেই পারেনি। সম্প্রতি নিজেদের দেশের মাটিতে তারা বাংলাদেশ দলের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এমন আবহে পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি। আর সেই উদ্দেশ্যেই এবার অভিনব পথে হাঁটতে চায় তারা! দলের ভবিষ্যত ঠিক করতে, ভবিষ্যত অধিনায়ক ঠিক করতে এবার 'কানেকশান ক্যাম্প' আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এই ক্যাম্পে দলের কোচ, সিনিয়র ক্রিকেটার থেকে বোর্ড কর্তারা সকলেই উপস্থিত থাকবেন।
আরও পড়ুন… জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ও মেসির বার্তায় শেষ বিশ্ব ফুটবলের সুয়ারেজ অধ্যায়
জিও নিউজের এক রিপোর্ট অনুযায়ী এই কানেকশন ক্যাম্প হবে আলোচনা সভা এবং ওয়ার্কশপ মিলিয়ে। সাদা বলের ফর্ম্যাটে পাক দলের কোচ গ্যারি কার্স্টেন, লাল বলের ফর্ম্যাটে পাক দলের কোচ জেসন গিলেস্পি, সিনিয়র ক্রিকেটার, সিনিয়র বোর্ড কর্তারা, হাই পারফরম্যান্স সেন্টারগুলোর প্রধানরা এবং আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ডিরেক্টররা এই ক্যাম্পে উপস্থিত হবেন।
আরও পড়ুন… RR-কে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই- রয়্যালস পরিবারে ফিরে কী বললেন রাহুল দ্রাবিড়?
এই ক্যাম্পের সভাপতিত্ব করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ২২ সেপ্টেম্বর এই ক্যাম্পের সম্ভাব্য দিন হিসেবে ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে। লাল বলের ফর্ম্যাটের কোচরা এবং সাদা বলের ফর্ম্যাটের কোচরা নিজেদের মধ্যে আলাদা আলাদা মিটিং করবেন। সব ফর্ম্যাটেই জাতীয় দলের অধিনায়ক পরিবর্তনের বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হবে।
জিও নিউজের এক সূত্র মারফত তাদের খবর সাদা বলের ফর্ম্যাটে পাক দলের নয়া অধিনায়ক হতে পারেন কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। বাবর আজমের পরিবর্তে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি টেস্ট অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও হবে কথা। তাঁর অধিনায়কত্বেরও বিচার বিশ্লেষণ করা হবে। ১৯৬৫ সালের পরবর্তীতে আইসিসির টেস্ট ক্রমতালিকায় প্রথমবার পাকিস্তান দল লজ্জাজনক অষ্টম স্থানে নেমে গিয়েছে। যা নিয়ে চিন্তা রয়েছে পিসিবির। পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে।ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। ৭ অক্টোবর মুলতানে প্রথম টেস্ট হওয়ার কথা রয়েছে। অপর দুটি টেস্ট হওয়ার কথা করাচি ও রাওয়ালপিন্ডিতে।