২০১৪ সালে ক্রিকেটবিশ্বকে হতবাক করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কাউকে আগে থেকে টের পেতে দেননি ঠিক কি করতে চলেছেন তিনি। আইসিসির টেস্ট মেস জিতেছিলেন। এরপরই সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্ট ফরম্যাটকে বিদায় জানানোর। গোটা বিশ্বই ততদিনে তাঁকে ক্যাপ্টেন কুল হিসেবে চিনে নিয়েছে।
টেস্টের পঞ্চম দিন অপছন্দ ছিল মাহির-
ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। টেস্টে শীর্ষে থাকার পাশাপাশি অধিনায়ক হিসেবে জিতেছেন টি২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফিও। সেই ধোনিই এবার জানালেন, টেস্টের পঞ্চম দিনে এমন কিছু সময় আসত, যখন তাঁর আর খেলতেই ইচ্ছা করত না।
আরও পড়ুন-২০০ বছর ভারত শাসন করা ইংরেজদের টেক্কা! দ্য হান্ড্রেডে দল কিনছেন আম্বানি-গোয়েঙ্কা…
টেস্ট নিষ্ফলা হলে বিরক্তি লাগত, বলছেন ধোনি-
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনি জানান, টেস্টের মধ্যে পঞ্চম দিন তাঁর একদমই পছন্দের হতো না। অবশ্য সব টেস্টের ক্ষেত্রে নয়। বিশেষ করে যে টেস্ট ম্যাচগুলো নিষ্ফলা থাকবে বোঝা যেত, সেই ম্যাচে পঞ্চম দিনে আর খেলতে একদমই ভালো লাগত না তাঁর, জানাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আরও পড়ুন-‘আমরাই জিতিয়েছি ১২ বছর ধরে, তাই একটা হারলে ছাড় আছে’! সিরিজ হারে সাফাই রোহিতের…
ম্যাচ ড্র হচ্ছে জেনেও পঞ্চম খেলাটা খুব কঠিন-
মহেন্দ্র সিং ধোনির কথায়, 'আমার কাছে সব থেকে কঠিন বিষয় ছিল টেস্টের পঞ্চম দিন, যখন মোটামুটি সবাই আমরা বুঝতে পারি যে ১০০ শতাংশ ম্যাচটা ড্র হতে চলেছে। কিন্তু তারপরেও দুটো কি তিনটে সেশন উইকেটকিপিং করাটা খুব কঠিন কাজ। খুবই ক্লান্তিকর কাজ এটা। কারণ যখন তুমি বুঝতে পারছ যে এই টেস্টের কিছুই ফয়সলা হবে না। তখন ব্যাটাররাও রান করতে চায় না, বোলাররাও উইকেট নিতে চায়না। সকলেই নিয়মমাফিক স্রেফ খেলাটা চালিয়ে যেতে চায়। তখন মনে হয়, আরে ভাই খেলাটা বন্ধ করে চল না '।
আরও পড়ুন-ফুলেছে পিঠ,বেড়েছে ব্যথা! চোট নিয়েই বিরাটদের মাটি ধরালেন ১৩ উইকেট নেওয়া কিউয়ি স্পিনার…