
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সরে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। নিজের কেরিয়ারে অধিকাংশ আইসিসি ইভেন্টই জিতেছেন। টি২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সবই জিতেছেন। তবে আইসিসির ইভেন্টের মধ্যে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিই তিনি জিততে পারেননি, তবে তা নিয়ে মাথা ব্যথাও নেই তাঁর।
প্যাট কামিন্স, মিচেল মার্শ, জোস হেজেলউড, ক্যামেরন গ্রিনরা যখন চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছিল। হঠাৎ করেই স্টার্ক শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে জানান, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। অজি বোর্ডও এরপর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, ব্যক্তিগত কারণেই স্টার্ক খেলতে চাননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও এতদিন পর এই নিয়ে নীরবতা ভাঙলেন অজি পেসার।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাইরে রেখেছিল। এবার নিজের স্ত্রী অ্যালিসা হেলির সঙ্গের এক পডকাস্টেই স্টার্ক খোলসা করলেন ঠিক কি কারণে তিনি খেলেননি আইসিসির এই প্রতিযোগিতায়। অবশ্য তিনি না খেললেও অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২৮ ফেব্রুয়ারি অজিরা মুখোমুখি হবে আফগানদের। সেই ম্যাচে অজিদের জিততে হবে।
স্টার্ক সেই পডকাস্টে বলেন, ‘বেশ কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে কিছু ব্যক্তিগত বিষয়ও রয়েছে। আমার শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সময়ই গোড়ালিতে একটু ব্যথা ছিল। তাই আমি সেটা ঠিক করতে চেয়েছিলাম। আমাদের সামনে WTC ফাইনাল আসছে, তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। এছাড়া আইপিএলেও ম্যাচ খেলতে হবে ’। স্টার্কের গোড়ালিতে একটা চোট অবশ্য ছিল।
স্টার্ক এরপর নিজের অবস্থান স্পষ্ট করেই জানিয়ে দেন, তাঁর মূল লক্ষ্যই দঃ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। অজি পেসার বলেন, ‘আমার মাথায় ঘুরছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাঁর আগে নিজের শরীরকে ফিট রাখতে হবে। আগামী কয়েকটা মাসে কিছুটা ক্রিকেট খেলে টেস্ট ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে চাই ’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports