Foreign cricketers demand decreasing in IPL 2025: আইপিএল-এর নিয়ম বলে একটি টিম সবচেয়ে বেশি হলে আটজন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে। আইপিএল ২০২৫-এর জন্য সর্বনিম্ন ১৮ জন এবং সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে একটি স্কোয়াড তৈরি করার কথা বলা হয়েছে। এর জন্য প্রতিটি দলকে ১২০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল। এই বাজেটের মধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
তবে আইপিএল যত এগিয়ে চলেছে ততই যেন বিদেশি খেলোয়াড়দের উপর ভরসা হারাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিরা। সেই কারণেই তো কোটার আট বিদেশিকেও কোনও কোনও দল নিচ্ছে না। তারা আসলে বিদেশি ক্রিকেটারের চেয়ে দেশের ক্রিকেটারদের উপরেই ভরসা রাখছেন। তার অবশ্য অনেক কারণ রয়েছে। প্রথমত বিদেশ ক্রিকেটারদের দাম। এছাড়াও বর্তমান মরশুমে সেভাবে সফল হতে পারেননি বিদেশের ক্রিকেটাররা। তবে এর মধ্যেও একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের আট কোটার বিদেশি ক্রিকেটারদের নিজেদের দখলে নিয়েছে।
আরও পড়ুন… IPL 2025: পন্তকে যখন Retain করতে পারিনি, তখনই বুঝেছিলাম তার সঙ্গে DC-র যাত্রা শেষ: পার্থ জিন্দাল
১০ ফ্র্যাঞ্চাইজিতে বিদেশি ক্রিকেটারদের তালিকাটা দেখে নেওয়া যাক-
মুম্বই ইন্ডিয়ান্স ২৩ জন ক্রিকেটার (৮ জন বিদেশি)
এই দলে এবারের নিলামে তিনজন বিদেশি ক্রিকেটার ১ কোটিও দাম পাননি। একমাত্র বিদেশি যিনি ১০ কোটির উপরে পেয়েছেন তিনি হলেন ট্রেন্ট বোল্ট। ফলে বোঝাই যাচ্ছে আট জনের কোটা নিলেও বিদেশিদের পিছনে বেশি খরচ করেনি মুম্বই ইন্ডিয়ান্স। দেখুন তালিকা-
১) এক কোটি টাকা দিয়ে রায়ান রিকেল্টনকে নিয়েছে।
২) আল্লাহ গজনফর: ৪.৮০ কোটি টাকা।
৩) উইল জ্যাকস: ৫.২৫ কোটি টাকা
৪) ট্রেন্ট বোল্ট: ১২.৫০ কোটি টাকা
৫) মিচেল স্যান্টনার: ২ কোটি টাকা
৬) রিস টোপলি: ৭৫ লক্ষ টাকা
৭) বেভন জ্যাকবস: ৩০ লক্ষ টাকা
৮) লিজাদ উইলিয়ামস: ৭৫ লক্ষ টাকা
চেন্নাই সুপার কিংস ২৫ জন ক্রিকেটারকে নিয়েছে যার মধ্যে ৭ জন বিদেশি
আইপিএল ২০২৫ অন্যতম সফল দল হল চেন্নাই সুপার কিংস। তারা তাদের কোটার ২৫ জন ক্রিকেটারকেই দলে নিয়েছে। তবে আটের বদলে তারা সাতজন বিদেশিকে দলে নিয়েছে। দেখে নিন সেই তালকা-
১) মাথিসা পথিরানা (ধরে রাখা হয়েছিল)
২) ডেভন কনওয়ে: ৬.২৫ কোটি টাকা
৩) রচিন রবীন্দ্র: চার কোটি টাকা
৪) নূর আহমেদ: ১০ কোটি টাকা
৫) স্যাম কারান: ২.৪০ কোটি টাকা
৬) নাথান এলিস: ২ কোটি টাকা
৭) জেমি ওভারটন: ১.৫০ কোটি টাকা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২২ জন ক্রিকেটারকে নিয়েছে যার মধ্যে রয়েছেন ৮ জন বিদেশি
বেঙ্গলুরু একটা সময়ে বিদেশিদের পিছনে জলের মতো টাকা খরচ করত, তারাও এখন সেভাবে বিদেশি ক্রিকেটার নেওয়ার জন্য মোটা অঙ্ক ব্যয় করেনি। কোনও বিদেশি ক্রিকেটারকে ১২.৫০ কোটি টাকার বেশি দেয়নি RCB.
১) লিয়াম লিভিংস্টোন: ৮.৭৫ কোটি টাকা
২) ফিল সল্ট: ১১.৫০ কোটি টাকা
৩) জোশ হেজেলউড: ১২.৫০ কোটি টাকা
৪) টিম ডেভিড: ৩ কোটি টাকা
৫) রোমারিও শেফার্ড: ১.৫০ কোটি টাকা
৬) নুয়ান থুশারা: ১.৬০ কোটি টাকা
৭) জ্যাকব বেথেল অলরাউন্ডার
৮) লুঙ্গি এনগিদি
সানরাইজার্স হায়দরাবাদ কোটার ২৫ জনের মধ্য ২০ জনকে দলে নিয়েছে। এর মধ্যে ৭ জন বিদেশি
সানরাইজার্স হায়দরাবাদ IPL 2025-এ একমাত্র দল যারা তারা তাদের অর্থের অনেকটাই বিদেশিদের পিছনে খরচ করেছে। তবে তারা তাদের কোটার ৮ বিদেশিকে এখনও নেয়নি। তারা সাতজনকেই নিয়েছে।
১) এনরিখ ক্লাসেন (Retained)
২) ট্র্যাভিস হেড (Retained)
৩) প্যাট কামিন্স (Retained)
৪) অ্যাডাম জাম্পা: ২.৪০ কোটি টাকা
৫) কামিন্দু মেন্ডিস (স্পিন)
৬) ব্রাইডন কারসে: ১ কোটি টাকা
৭) ইশান মালিঙ্গা: ১.২০ কোটি টাকা
কলকাতা নাইট রাইডার্স ২১জন ক্রিকেটারকে নিয়েছে যার মধ্যে ৮ জন বিদেশি
কলকাতা নাইট রাইডার্স তাদের কোটার আটজন বিদেশিকে নিয়েও তাদের পিছনে খুব বেশি খরচ করেনি। দেখে নিন সেই তালিকা।
সুনীল নারিন (রিটেইন)
আন্দ্রে রাসেল (রিটেইন)
কুইন্টন ডি কক: ৩.৬০ কোটি টাকা
রহমানউল্লাহ গুরবাজ: ২ কোটি টাকা
এনরিখ নরকিয়া: ৬.৫ কোটি কোটি
রোভম্যান পাওয়েল: ১.৫০ কোটি টাকা
স্পেনসার জনসন: ২.৮০ কোটি টাকা
মইন আলি (স্পিন)
আরও পড়ুন… IPL 2025: ওপেন করবেন কে? বিদেশি পেসার কোথায়? ২৭ কোটিতে পন্তকে নিয়েও কি কৌশলে ভুল করে ফেলল LSG?
পঞ্জাব কিংস ২৫ খেলোয়াড়ের মধ্যে ৮ জন বিদেশিকে নিয়েছে-
উইকেটরক্ষক: জোশ ইংলিস
অলরাউন্ডার: গ্লেন ম্যাক্সওয়েল (স্পিন), মার্কাস স্টইনিস (পেস), মার্কো জানসেন (পেস) আজমতউল্লাহ ওমরজাই (পেস), অ্যারন হার্ডি (পেস)
ফাস্ট বোলার: লকি ফার্গুসন, জেভিয়ার বার্টলেট
লখনউ সুপার জায়ান্টস কোটার ২৪ জনকে দলে নিয়েছে যার মধ্যে ৬ জন বিদেশি-
ব্যাটসম্যান: এইডেন মার্করাম, ডেভিড মিলার, ম্যাথু ব্রিটজকে,
উইকেটরক্ষক: নিকোলাস পুরান (রিটেইন)
অলরাউন্ডার: মিচেল মার্শ (পেস)
ফাস্ট বোলার: শামার জোসেফ
দিল্লি ক্যাপিটালস ২৩ জনকে দলে নিয়েছেযার মধ্যে ৭ জন বিদেশি খেলোয়াড়
ব্যাটসম্যান: জেক ফ্রেজার-ম্যাকগার্ক (RTM), হ্যারি ব্রুক, ত্রিস্তান স্টাবস (রিটেইন), ফ্যাফ ডু প্লেসি
উইকেটরক্ষক: ডোনোভান ফেরেরিয়া
ফাস্ট বোলার: মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা
রাজস্থান রয়্যালস ২০/২৫ (৬ বিদেশি)
ব্যাটসম্যান: শিমরন হেতমায়ের (রিটেইন)
স্পিনার: ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা
ফাস্ট বোলার: জোফরা আর্চার, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা
গুজরাট টাইটান্স নম্বর ২৫/২৫ (৭ বিদেশি)
ব্যাটসম্যান: শেরফেন রাদারফোর্ড
উইকেটরক্ষক: জোস বাটলার
অলরাউন্ডার: রশিদ খান (স্পিন-রিটেইন), গ্লেন ফিলিপস (স্পিন), করিম জানাত (পেস)
ফাস্ট বোলার: কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি