আইপিএল ২০২৪ আক্ষরিক অর্থেই রেকর্ড ব্রেকিং মরশুম হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। টুর্নামেন্টের ইতিহাসে এত রান আগে কখনও ওঠেনি। এত চার-ছক্কা দেখা যায়নি আগে কখনও। সর্বোচ্চ দলগত ইনিংস, সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়, এক ম্যাচে সব থেকে বেশি ছক্কা প্রভৃতি বিস্তর রেকর্ড ভেঙে গিয়েছে এই মরশুমে।
এবছর মোট ১৩টি স্টেডিয়ামে খেলা হয় আইপিএলের ম্যাচগুলি। সব মাঠের বাইশগজই মূলত ব্যাটিং সহায়ক ছিল। স্পিনারদের জন্য বাইশগজে সাহায্য ছিল হাতেগোনা কয়েকটি ম্যাচে। ১৩টি স্টেডিয়ামের সার্বিক পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে পিচের চরিত্র।
মুল্লানপুরের পিচে বোলাররা সব থেকে বেশি সাহায্য পেয়েছে। অরুণ জেটলি স্টেডিয়াম ছিল বোলারদের বধ্যভূমি। ইডেনে রান ওঠে বিস্তর। হায়দরাবাদের পিচে প্রথমে ব্যাট করা দল ও পরে ব্যাট করা দলের গড় পারফর্ম্যান্সে বিশেষ কোনও তফাৎ চোখে পড়েনি।
এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই:-
ম্যাচ- ৯
সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২১২
সর্বনিন্ম দলগত ইনিংস- ১১৩
প্রথমে ইনিংসের গড় রান-১৬৯.৮৯
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৫২.০০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৬টি ম্যাচ
ইডেন গার্ডেন্স, কলকাতা:-
ম্যাচ- ৭
সর্বোচ্চ দলগত ইনিংস- ২ উইকেটে ২৬২
সর্বনিন্ম দলগত ইনিংস- ৮ উইকেটে ১৩৯
প্রথমে ইনিংসের গড় রান-১৯৭.৮৬
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৯৫.৫৮
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচ
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই:-
ম্যাচ- ৭
সর্বোচ্চ দলগত ইনিংস- ৫ উইকেটে ২৩৪
সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১২৫
প্রথমে ইনিংসের গড় রান-১৮৮.১৫
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৭৬.০০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু:-
ম্যাচ- ৭
সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২৮৭
সর্বনিন্ম দলগত ইনিংস- ১৪০
প্রথমে ইনিংসের গড় রান-১৯৬.৮৬
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬৬.০০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
নরেন্দ্র মোদী স্টেডিয়াম (মোতেরা), আমদাবাদ:-
ম্যাচ- ৮
সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২৩১
সর্বনিন্ম দলগত ইনিংস- ৮৯
প্রথমে ইনিংসের গড় রান-১৭২.৫০
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৭০.২৫
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৬টি ম্যাচ
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (উপ্পল), হায়দরাবাদ:-
ম্যাচ- ৬
সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২৭৭
সর্বনিন্ম দলগত ইনিংস- ৫ উইকেটে ১৬৫
প্রথমে ইনিংসের গড় রান-২০৪.৬৭
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৯৪.১৭
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম (মুল্লানপুর), পঞ্জাব:-
ম্যাচ- ৫
সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ১৯২
সর্বনিন্ম দলগত ইনিংস- ১৪২
প্রথমে ইনিংসের গড় রান-১৬৭.৪০
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬৭.৬০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
সোয়াই মান সিং স্টেডিয়াম (জয়পুর), রাজস্থান:-
ম্যাচ- ৫
সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ১৯৯
সর্বনিন্ম দলগত ইনিংস- ৬ উইকেটে ১৭৩
প্রথমে ইনিংসের গড় রান-১৮৭.২০
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৮৩.৪০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
আরও পড়ুন:- গত ৮টি T20 বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট জেতেন কারা?
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লখনউ:-
ম্যাচ- ৭
সর্বোচ্চ দলগত ইনিংস- ৬ উইকেটে ২৩৫
সর্বনিন্ম দলগত ইনিংস- ১৩০
প্রথমে ইনিংসের গড় রান- ১৮২.৮৬
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬২.৭২
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
পরে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচ
অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি:-
ম্যাচ- ৫
সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ২৬৬
সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১৮৯
প্রথমে ইনিংসের গড় রান-২৩৫.২০
দ্বিতীয় ইনিংসের গড় রান- ২১১.২০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৫টি ম্যাচ
পরে ব্যাট করা দল একটিও ম্যাচ জেতেনি।
হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ধরমশালা):-
ম্যাচ- ২
সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ২৪১
সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১৩৯
প্রথমে ইনিংসের গড় রান-২০৪.০০
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬০.০০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচ
পরে ব্যাট করা দল একটিও ম্যাচ জেতেনি।
ডঃ ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম:-
ম্যাচ- ২
সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ২৭২
সর্বনিন্ম দলগত ইনিংস- ১৬৬
প্রথমে ইনিংসের গড় রান-২৩১.৫০
দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬৮.৫০
প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচ
পরে ব্যাট করা দল একটিও ম্যাচ জেতেনি।
বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি:-
ম্যাচ- ১
সর্বোচ্চ দলগত ইনিংস- ৫ উইকেটে ১৪৫
সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১৪৪
ম্যাচটি পরে ব্যাট করা দল জিতেছে।