আশঙ্কাই সত্যি হয়েছে। সোমবার সকালেই ভারতীয় ক্রিকেটের কিং জানিয়ে দিয়েছেন, ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে আর তিনি মাঠে নামবেন না দেশের জার্সিতে। বিরাটের টেস্ট থেকে অবসরের পর থেকেই ক্রিকেটমহলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কারণ ইংল্যান্ড সিরিজের আগে অনেকেই বিরাট কোহলির এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারছে না।
আত্মসম্মানকে প্রাধান্য দিয়েই টেস্ট থেকে অবসর কোহলির?আবার একমহল মনে করছে বিরাট কোহলি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আত্মসম্মানকেই প্রাধান্য দিয়েছেন। কারণ দুটো টেস্ট সিরিজ খারাপ যাওয়ার পর যেভাবে রোহিত শর্মাকে অবসর নিতে এক প্রকার বাধ্য করা হল, তাতে ইংল্যান্ড সিরিজ খারাপ গেলে বিরাট কোহলিকেও যে অবসর নিতে বলা হবে না, সেটার কোনও নিশ্চয়তা নেই।
সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি খারিজ কোহলির?
তাই মাইসল্টোন ম্যান বিরাট আর টেস্টে ১০ হাজার রানের পিছনে না দৌড়ে নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিয়েই সরে দাঁড়িয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। বিসিসিআই নাকি বলেওছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু কোহলি তাতে কর্ণপাত করেননি। বোঝাই যাচ্ছিল, রোহিত শর্মার হঠাৎ অবসর তাঁকেও বড় ধাক্কা দিয়েছে। এই আবহেই এবার দলের সেরা তারকার অবসরে বার্তা দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।