মারকাটারি ব্যাটিং বললেও কম বলা হয়। রবিবার তিরুবনন্তপুরমে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান যশস্বী জসওয়াল। পাওয়ার প্লে-তে অস্ট্রেলিয়ার বোলাররা যেভাবে লাঞ্ছিত হন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনারের হাতে, সাম্প্রতিক সময়ে তাঁদের এভাবে পিটুনি খেতে দেখা যায়নি। বিশেষ করে শন অ্যাবটকে এক ওভারেই চোখে সর্ষেফুল দেখান জসওয়াল।
গ্রিনফিল্ড স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী। প্রথম ২ ওভারে তুলনায় সতর্ক দেখায় দুই ভারতীয় ওপেনারকে। মার্কাস স্টইনিসের প্রথম ওভারে ১টি চার মারেন রুতুরাজ। ন্যাথন এলিস দ্বিতীয় ওভারে মোটে ৩ রান খরচ করেন। ভারত ২ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলে।
তবে তার পরেই গিয়ার বদলান যশস্বী। তৃতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ২টি চার মারেন তিনি। সেই ওভারে ১টি চার মারেন রুতুরাজও। তিন ওভার শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২৮ রান। চতুর্থ ওভারে বল করতে আসেন শন অ্যাবট। সেই ওভারের প্রথম ৩টি বলে পরপর ৩টি চার মারেন যশস্বী। চতুর্থ ও পঞ্চম বলে জোড়া ছক্কা হাঁকান তিনি। শেষ বলে কোনও রান ওঠেনি। সুতরাং, অ্যাবটের সেই ওভারে ওঠে ২৪ রান।
আরও পড়ুন:- IPL 2024 Player Retention: স্টোকসকে ছেড়ে দিল CSK, ধোনির ভবিষ্যৎ স্পষ্ট হয়ে গেল ধরে রাখা ক্রিকেটারদের তালিকাতেই
ভারত ৪ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। ৪ ওভার শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৫২ রান। যশস্বী জসওয়াল পাওয়ার প্লে-র মধ্যেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫০ রানের গণ্ডি টপকান। যদিও হাফ-সেঞ্চুরি করার পরেই আউট হয়ে বসেন জসওয়াল। ২৫ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন:- ব্যাট উঁচিয়ে রিজওয়ানের পিছনে ধাওয়া বাবরের, বেগতিক দেখে দে দৌড় পাক কিপারের, ভাইরাল ভিডিয়োয় দেখুন ঠিক কী ঘটেছিল