বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG, 2nd Test: রান না পেলে, রঞ্জিতে ফিরে যেতে হবে, দ্বিতীয় টেস্টের আগে সোজাসাপ্টা বলা হয়েছিল শুভমন গিলকে- রিপোর্ট
পরবর্তী খবর
IND vs ENG, 2nd Test: রান না পেলে, রঞ্জিতে ফিরে যেতে হবে, দ্বিতীয় টেস্টের আগে সোজাসাপ্টা বলা হয়েছিল শুভমন গিলকে- রিপোর্ট
1 মিনিটে পড়ুন Updated: 04 Feb 2024, 10:09 PM ISTTania Roy
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় টেস্টের আগে টিম ম্যানেজমেন্ট শুভমন গিলকে কড়া ভাষায় সতর্ক করেছিল। এই ম্যাচে বিশেষ কিছু করতে না পারলে, কঠোর শাস্তি পেতে হত তাঁকে। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আল্টিমেটাম পেয়ে গিয়েছিলেন গিল।
Ad
শুভমন গিল।
অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল। ১৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১১ মাস পর তিনি শতরান পেলেন। আর টেস্টে মোট ১২ ইনিংসের পর সেঞ্চুরি হাঁকালেন শুভমন। শেষ ১২ ইনিংসে একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি তিনি।
শুভমন শেষ বার টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের মার্চে আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রবিবার সেঞ্চুরি দিয়েই টেস্ট দলে নিজের জায়গা বাঁচাতে পেরেছেন শুভমন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট তাঁকে সতর্ক করেছিল। এই ম্যাচে বিশেষ কিছু করতে না পারলে, কঠোর শাস্তি পেতে হত তাঁকে। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আল্টিমেটাম পেয়ে গিয়েছিলেন গিল।
টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কড়া বার্তা পেয়েছিলেন গিল
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন পুরোটাই ছিল শুভমন গিলের নামে। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান এদিন দুর্দান্ত সেঞ্চুরি করেন। শুভমন গিল ১৪৭ বল মোকাবিলা করে ১০৪ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও দু'টি ছক্কায়। এই ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট শুভমনকে দল থেকে বাদ দেওয়ার বিষয়েও আল্টিমেটাম দিয়েছিল এবং তাঁকে সতর্ক করেছিল।
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই ম্যাচের আগে শুভমন কঠোর সতর্ক বার্তা পেয়েছিলেন। তিনি যদি তাঁর পারফরম্যান্সের উন্নতি করতে সফল না হন, তবে তাঁকে দল বাদ দেওয়া হবে। এছাড়াও ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফিতে তাঁকে পঞ্জাব বনাম গুজরাট ম্যাচে খেলতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী, গিল তাঁর পরিবারের এক সদস্যকে বলেছিলেন, ‘আমি মোহালিতে গিয়ে গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ খেলব।’
৩৯৯ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড
বিশাখাপত্তনমে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে, যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির সুবাদে ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল। জবাবে ইংল্যান্ড দল প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়ে যায়। ভারত প্রথম ইনিংসে ১৪৩ রানের লিড পায়। তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরির হাত ধরে ভারত ২৫৫ রান করে এবং ইংল্যান্ডকে ৩৯৯ রানের লক্ষ্য দেয়। জবাবে এক উইকেট হারিয়ে ৬৭ রান করেছে ইংল্যান্ড। এখন ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৩২ রান।