বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 3rd Test: দুরন্ত ছন্দে থাকা সরফরাজ রানআউট হন তাঁর ভুলেই, করজোড়ে ক্ষমা চাইলেন জাড্ডু
পরবর্তী খবর
IND vs ENG 3rd Test: দুরন্ত ছন্দে থাকা সরফরাজ রানআউট হন তাঁর ভুলেই, করজোড়ে ক্ষমা চাইলেন জাড্ডু
1 মিনিটে পড়ুন Updated: 15 Feb 2024, 08:41 PM ISTTania Roy
৬৬ বলে ৬২ করে ব্যাট করছিলেন সরফরাজ খান। তিনি যে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন, তাতে তাঁর আউট হওয়ার কথা ছিল না। জাদেজার একটা ভুল কলেই সব তছনছ হয়ে যায়। যে কারণে রবীন্দ্র জাদেজা ইনস্টাগ্রামে গিয়ে সরফরাজ খানের রানআউটের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন।
কেএল রাহুলের ভুলে সরফরাজ খান রানআউট হয়ে যান।
নিজের শতরান পূরণ করতে গিয়ে সরফরাজ খানকেই রান-আউট করে দিলেন রবীন্দ্র জাদেজা। যা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অভিষেক টেস্টে খেলতে নেমেই সরফরাজ দুর্দান্ত মেজাজে খেলছিলেন। এতে মেজাজ হারিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। জাদেজা যে ভুল করেছিলেন, সেটা তিনি কিন্তু মেনেও নিয়েছেন। এবং সোশ্যাল মিডিয়ায় গিয়ে সরফরাজ খানের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।
৬৬ বলে ৬২ করে ব্যাট করছিলেন সরফরাজ। জাদেজার একটা ভুল কলেই সব তছনছ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ইনস্টাগ্রামে গিয়ে সরফরাজ খানের রানআউটের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। জাদেজা লিখেছেন, ‘সরফরাজ খানের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আমার ভুল কল ছিল। দারুণ খেলেছো।’
এর মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় এটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে হতাশ সরফরাজ খানকে দেখা গিয়েছে। অভিষেক টেস্টে কার্যত নিশ্চিত শতরান হাতছাড়া হওয়ার পরে ড্রেসিংরুমে একা-একা মুখে হাত দিয়ে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে সেই ছবিতে।
অথচ সরফরাজ যে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন, তাতে তাঁর আউট হওয়ার কথা নয়। বরং বৃহস্পতিবার রাজকোটে ব্রিটিশ স্পিনারদের অবলীলায় পেটাচ্ছিলেন। ইংল্যান্ড যে ‘ব্যাজবল’ নিয়ে এত হইচই করে, সেই অস্ত্রেই ব্রিটিশদের ঘায়েল করছিলেন। একদিকে যখন জাদেজা সেঞ্চুরির কাছে এসে ঠুকঠুক করে খেলছিলেন, তখন দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন সরফরাজ। মাত্র ৪৮ বলে ৫০ রান পূরণ করেন। তার পরও সেই ছন্দে ধরে রাখেন। কিন্তু ৮১.৫ ওভারে জাদেজার শতরান পূরণের ঠ্যালায় আউট হয়ে যান সরফরাজ।
৬৬ বলে ৬২ রানে সরফরাজ খেলছিলেন। আর ৯৯ রানে ব্যাটিং করছিলেন জাদেজা। জেমস অ্যান্ডারসনের বলটা মিড-অনের দিকে মেরেই এক রান নেওয়ার জন্য জাদেজা ‘কল’ করেন সরফরাজকে। সতীর্থের শতরান পূরণের জন্য প্রাণপণে দৌড় শুরু করেন মুম্বইয়ের তারকা। কিন্তু বলটা সরাসরি মার্ক উডের কাছে যাওয়ায় সরফরাজকে ফিরে যেতে বলেন জাদেজা। আর নিজে দাঁড়িয়ে যান। ততক্ষণে ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে গিয়েছেন সরফরাজ। তিনি আর ক্রিজে ফেরার সুযোগ পাননি। উডের সরাসরি থ্রো-তে আউট হয়ে যান সরফরাজ। তার পর কোনওক্রমে চরম হতাশা চেপে সরফরাজ ড্রেসিংরুমের দিকে ফিরে যেতে থাকেন।
সরফরাজের ব্যাট দেখতে দেখতে যতটা উচ্ছ্বাস করছিলেন অনিল কুম্বলে, তিনি আউট হওয়ার পরে ততটাই হতাশ হয়ে পড়েন কিংবদন্তি স্পিনার। স্বগতোক্তির মতো বলে ওঠেন, কেন যে ওকে অভিষেকের টুপিটা দিতে গেলাম! ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার প্রথম টেস্টে রান আউট হয়েছিলেন। তাঁর হাত থেকে অভিষেকের টুপি নেওয়া সরফরাজ খানের প্রথম টেস্ট ইনিংসও থেমে গেল রানআউটে।