আইপিএল ২০২৫-এ প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) নিজেদের ধরে রাখল। শুক্রবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ের মাধ্যমে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে প্যাট কামিন্সরা। এই জয়ে SRH তাদের টানা দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠল, আর CSK টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে SRH ১৮.৪ ওভারে ১৫৫/৫ রান তুলে নেয়, যেখানে কামিন্দু মেন্ডিস (৩২*) ও নীতীশ কুমার রেড্ডি (১৯*) জয়ের জন্য একটি নির্ভরযোগ্য পার্টনারশিপ গড়ে তোলেন। ম্যাচ জয়ী রানটি আসে শ্রীলঙ্কান কামিন্দুর ব্যাট থেকেই।
আরও পড়ুন … দলের সেরা চার ভালো খেলতে না পারলে জেতা কঠিন হয়… কাদের দিকে আঙুল তুললেন হতাশ ধোনি?
প্লে-অফের দিকে তাকিয়ে নীতীশ কুমার রেড্ডি-
ম্যাচ শেষে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি দলের জয়ে আনন্দ প্রকাশ করেন এবং বলেন যে তিনি আশা করছেন এবার তাঁর দল SRH প্লে-অফে জায়গা করে নিতে পারবে। তিনি বলেন, ‘আমরা যেটা ভেবেছিলাম, সেটা ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয়েছে। ম্যাচ ধরে ধরে এগোচ্ছি এবং আজকের ম্যাচটা জিতে গর্বিত, আশা করি পরের ম্যাচগুলোও জিতব। (কামিন্দুর সঙ্গে জুটির বিষয়ে) আমরা শুধু সাধারণ খেলার কথা বলছিলাম, বড় শট মারার চিন্তা না করে, বড় বাউন্ডারির দিকে বল পাঠিয়ে দুই রান নেওয়ার পরিকল্পনায় খেলছিলাম, এবং সহজেই রান তাড়া করে জিতে যাই।’
আরও পড়ুন … ক্রিকেটই জীবনের সব কিছু নয়… CSK-কে হারিয়ে ম্যাচের সেরা হয়ে SRH তারকার অবাক করা মন্তব্য
এদিনের ম্যাচে পিচ কেমন ছিল? এই প্রশ্ন শুনে নীতীশ কুমার রেড্ডি বলেন, ‘অনেকটা প্রথম ইনিংসের মতোই, নূর ভালো বল করেছিল, খলিলও শেষদিকে ভালো বল করেছে, আমরা জিততে পেরে কৃতজ্ঞ। এই জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা এখন আমাদের জন্য ‘ডু-অর-ডাই’ পরিস্থিতি। গত বছর আরসিবি একই জায়গা থেকে ফিরে এসে টানা সাতটা ম্যাচ জিতে প্লে-অফে উঠেছিল। তাহলে আমরাও কেন পারব না? আমরা ১০০% দিয়ে খেলব, বাকিটা দেখা যাবে।’
আরও পড়ুন … ‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ও ভারতের ভালো নাগরিক নয়!’ ফের কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন?
এই জয়ের ফলে SRH এখন আইপিএল ২০২৫ পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে, ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, CSK ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে। এটি চিপক স্টেডিয়ামে তাদের টানা চতুর্থ পরাজয়, যা ২০০৮ এবং ২০১২ মরশুমের রেকর্ডের সমান। সেই দুটি মরশুমেও চিপকে তারা চারটি ম্যাচ হেরেছিল। CSK তাদের পরবর্তী ম্যাচে বুধবার চিপকে পাঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হবে। আর SRH শুক্রবার আমদাবাদে গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে খেলতে নামবে। আপনি কি ভাবছেন SRH এবার সত্যিই RCB-র মতো কামব্যাক করতে পারবে?