বাংলা নিউজ > ক্রিকেট > ICC Test Ranking: ১৯৬ রান করে অলি পোপের লম্বা জাম্প, বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরাট
পরবর্তী খবর
ICC Test Ranking: ১৯৬ রান করে অলি পোপের লম্বা জাম্প, বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরাট
1 মিনিটে পড়ুন Updated: 01 Feb 2024, 08:02 AM ISTSanjib Halder
Test Ranking: ইংল্যান্ডের ব্যাটসম্যান অলি পোল র্যাঙ্কিংয়ে ২০ স্থানের বিশাল জাম্প দিয়েছেন। তিনি ১৫ নম্বরে পৌঁছে গিয়েছেন। তার পকেটে রয়েছে ৬৮৪ পয়েন্ট। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি টপ-৫-এর দ্বারপ্রান্তে পৌঁছেছেন। পাঁচ নম্বরে রয়েছেন বাবর আজম। ভারতের জসপ্রীত বুমরাহ চার নম্বরে রয়েছেন।
Ad
ICC Test Ranking-এ বিরাট কোহলি, অলি পোপ ও জসপ্রীত বুমরাহদের অবস্থান কী?
Latest ICC Test Ranking: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার টেস্ট খেলোয়াড়দের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি টপ-৫-এর দ্বারপ্রান্তে পৌঁছেছেন। কোহলি এক স্থান লাভ করেছেন, এখন তিনি তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৭৬৭ রেটিং পয়েন্ট। আপনাকে জানিয়ে রাখি যে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ টেস্টের সিরিজের প্রাথমিক ম্যাচে খেলছেন না কোহলি। ব্যক্তিগত কারণে তিনি নাম প্রত্যাহার করে নেন। এই তালিকার ১২ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সংগ্রহে রয়েছে ৭২৯ পয়েন্ট। তালিকার শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন। ৮৬৪ পয়েন্ট পেয়েছেন তিনি। দুই নম্বরে জো রুট ও তিন নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ। চারে মিচেল এবং পাঁচ নম্বরে রয়েছেন বাবর আজম।
একইসঙ্গে ইংল্যান্ডের ব্যাটসম্যান অলি পোপ র্যাঙ্কিংয়ে ২০ স্থানের বিশাল জাম্প দিয়েছেন। তিনি ১৫ নম্বরে পৌঁছে গিয়েছেন। তার পকেটে রয়েছে ৬৮৪ পয়েন্ট। হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন পোপ। কঠিন সময়ে ২৭৮ বল মোকাবেলা করে ১৯৬ রান করেন তিনি। তিনি মারেন ২১টি চার। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পোপ। এই ম্যাচে রোহিতের ভারতকে ২৮ রানে হারের মুখে পড়তে হয়েছিল। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ৮৬৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। ইংল্যান্ডের জো রুট (৮৩২) এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮১৮) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (৭৮৬)। পাকিস্তানের বাবর আজম (৭৬৮) দশম থেকে পঞ্চম স্থানে চলে এসেছেন। সাত নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা (৭৬৫)। দুই ধাপ এগিয়েছেন তিনি। সাত নম্বরে হ্যারি ব্রুকও জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে, আমরা যদি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের কথা বলি, তাহলে ভারতের ফাস্ট পেসার জসপ্রীত বুমরাহ এক স্থান লাভ করেছেন। চার নম্বরে রয়েছেন তিনি। তার সংগ্রহে রয়েছে ৮২৫ পয়েন্ট। হায়দরাবাদ টেস্টে বুমরাহ নিয়েছেন ৬টি উইকেট। এই তালিকার শীর্ষে রয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৮৫৩)। প্রথম ম্যাচেও ৬ উইকেট নিয়েছিলেন অশ্বিন। প্যাট কামিন্স (৮২৮) তৃতীয় স্থানে নেমে এসেছেন এবং তার জায়গায় এসেছেন কাগিসো রাবাদা (৮৫১)। এই তালিকায় রবীন্দ্র জাদেজা (৭৫৪) এক স্থান হারিয়ে ৬ নেমে গিয়েছেন। জোশ হেজেলউড পাঁচ নম্বরে রয়েছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের কথা বললে তালিকার শীর্ষ দুটি স্থানের দখল নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তালিকারএক নম্বরে রয়েছেন জাদেজা (৪২৫), দুই নম্বরে রয়েছেন অশ্বিন (৩২৮)। শাকিব আল হাসান (৩২০) তিন নম্বরে রয়েছেন। চার নম্বরে রয়েছেন জো রুট (৩১৩)। পাঁচে বেন স্টোকস (৩০৭) ও সাত নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল (২৯০)।