Team India's probable Test squad: আসন্ন ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে হয়তো নতুন এক যুগে পা দিতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটতে চলেছে। রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর, এবার বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। বিসিসিআই সূত্রে জানা গেছে, কোহলি ইতিমধ্যে বোর্ডকে তাঁর সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন, যদিও বোর্ড তাঁকে পুনর্বিবেচনার অনুরোধ করেছে।
এই পরিস্থিতিতে, অজিত আগারকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের সামনে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। চলতি বছরের জুন মাসে ইংল্যান্ড সফর দিয়ে শুরু হবে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। এবং এই সফরের জন্য একটি নতুন দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
নতুন নেতৃত্ব ও ব্যাটিং লাইনআপ:
শুভমন গিলকে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে নানা রিপোর্টে দাবি করা হচ্ছে। তাঁর নেতৃত্বে গুজরাট টাইটান্স আইপিএলে সফলতা অর্জন করেছে, এবং তিনি ভারতের সীমিত ওভারের দলের সহ-অধিনায়কও।
এই মুহূর্তে কেএল রাহুলের ব্যাটিং পজিশন নিয়েও আলোচনা চলছে। রোহিত শর্মার অবসরের পর, রাহুল ওপেনিংয়ে ফিরে যেতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে কোহলির অনুপস্থিতিতে দলের মিডল অর্ডার ভুগতে পারে বলে মনে করা হচ্ছে। বিরাট কোহলির অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন দেখার কীভাবে দল তৈরি করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, BCCI-এর প্রধান নির্বাচক অজিত আগরকর।
আরও পড়ুন … টম কারান কাঁদছিলেন, মিচেল বলেন ‘কখনও পাকিস্তানে যাবেন না’- PSL 2025 নিয়ে রিশাদ হোসেন
সম্ভাব্য টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানের তালিকা:
যশস্বী জসওয়াল ও সাই সুদর্শন ওপেনিংয়ে বিবেচিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। মিডল অর্ডারে কেএল রাহুলের সঙ্গে ঋষভ পন্ত, দেবদূত পাডিক্কাল, শ্রেয়স আইয়ার ও নীতীশ কুমার রেড্ডি থাকতে পারেন।
অলরাউন্ডার কারা জায়গা পাবেন?
অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন … মোহনবাগানের সঙ্গে টম অ্যালড্রেডের আরও এক বছরের চুক্তি! আবারও সবুজ মেরুনেই স্কটিশ ডিফেন্ডার
বোলিং বিভাগের দায়িত্বে কে থাকবেন?
স্পিন বিভাগে কুলদীপ যাদব প্রধান ভুমিকায় থাকবেন। পেস বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও হর্ষিত রানা বিবেচিত হতে পারেন।
বিসিসিআই আগামী ২৩ মে ইংল্যান্ড সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বলবে মনে করা হচ্ছে। এই পরিবর্তনের কারণে, ভারতীয় টেস্ট দলের জন্য এটিকে একটি নতুন যুগের সূচনা বলা হতে পারে। নতুন নেতৃত্ব ও তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট। তবে ২৩ মে ছবিটা পরিষ্কার হবে।
আরও পড়ুন … বিরাট কোহলি নাকি আবারও ভারতের অধিনায়ক হতে চেয়েছিলেন, BCCI অনুরোধ নাকচ করেছে: রিপোর্ট
ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য দল এবং রিজার্ভ তালিকা:
যশস্বী জসওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, অভিমন্যু ঈশ্বরন, দেবদূত পাডিক্কাল, শ্রেয়স আইয়ার, ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, খলিল আহমেদ/যশ দয়াল, মুকেশ কুমার।