নিউজিল্যান্ডের কাছে বেঙ্গালুরু টেস্ট হেরেও ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে। যদিও ফাইনালে যাওয়ার দৌড়ে ভারতের রাস্তা তুলনায় কঠিন হয়ে দাঁড়ায়। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করলে পরবর্তী বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার কাজ তুলনায় সহজ হতো। পরিবর্তিত পরিস্থিতিতে রোহিতদের সামনে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াল পরিস্থিতি।
টিম ইন্ডিয়া এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে। টিম ইন্ডিয়ার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৬৮.০৬। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৬২.৫০। শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৫৫.৫৬। চারে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৪৩.০৬। লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৩৮.৮৯।
সুতরাং, এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে ভারত। তবে পরিস্থিতি প্রতিকূল হয়ে দাঁড়ানোর তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা এক্ষেত্রে বেগ দিতে পারে টিম ইন্ডিয়াকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ২টি ম্যাচের পরেই অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সুতরাং, ভারতের ম্যাচ বাকি রয়েছে ৭টি। অন্য কোনও দলের ফলাফলের উপর নির্ভর না করে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই ৭টি ম্যাচের মধ্যে জিততে হবে ৫টি টেস্ট।
তবে এর থেকে সহজেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারত। অন্য দলগুলি যত পয়েন্ট খোয়াবে ভারতের রাস্তা সহজ হবে ততই। সেই সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর। শ্রীলঙ্কাকে অ্যাওয়ে সিরিজ খেলতে হবে দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে পুরো পয়েন্ট নিয়ে দেশে ফেরা সহজ হবে না সিংহলিদের পক্ষে।
সব মিলিয়ে রোহিত শর্মাদের লক্ষ্য থাকবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ২টি টেস্টে জয় তুলে নেওয়ায়। কোনও কারণে কিউয়িদের বিরুদ্ধে ফের হারতে হলে ভারতের রাস্তা নিতান্ত কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে বর্ডার-গাভাসকর ট্রফির আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষস্থান খোয়াতে হতে পারে ভারতীয় দলকে।