
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কয়েকদিন আগেই যেটা কার্যত অবাস্তব মনে হচ্ছিল, এখন সেটার সম্ভাবনা কিছুটা বেড়ে গিয়েছে। আইপিএলের ‘ডবল হেডার’ রবিবারে যা হল, তাতে প্লে-অফে উঠে যেতে পারে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সেটার জন্য অনেক অঙ্ক মিলতে হবে। সেইসব পারমুটেশন-কম্বিনেশন মিলে গেলে তবেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে প্লে-অফে উঠে যাবে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির দল। সেটাই যদি হয়, তাহলে লিগ টেবিলের শীর্ষে থাকা দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কেকেআর এবং রাজস্থান। আর এলিমিনেটরে খেলবে চেন্নাই এবং বেঙ্গালুরু। কোন অঙ্কে সেটা সম্ভব হবে, তা দেখে নিন।
সিএসকে এবং আরসিবি দুটি দলই ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আগামী শনিবার (১৮ মে) মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের ফলাফল এবং অন্যান্য ম্যাচের ফলের উপর নির্ভর করবে যে ধোনি এবং বিরাটের দল প্লে-অফে যাবে কিনা। কোন অঙ্কে সেটা সম্ভব হবে, তা দেখে নিন।
১) চিন্নস্বামী স্টেডিয়ামে দক্ষিণ ভারতের ‘এল ক্লাসিকো’-য় আরসিবিকে জিততেই হবে। তাহলে ১৪ পয়েন্টে পৌঁছাবে। তবেই আইপিএলের প্লে-অফে একইসঙ্গে সিএসকে এবং আরসিবিকে দেখার বাকি অঙ্কগুলি কাজে লাগবে। আরসিবি যদি হেরে যায়, তাহলে ১২ পয়েন্টেই আটকে থাকবে। আর আইপিএল থেকে ছুটি হয়ে যাবে। কারণ ইতিমধ্যে চারটি দলের পয়েন্ট ১৪ বা তার বেশি হয়ে গিয়েছে।
২) আরসিবি জিতল। তাহলে ১৪টি ম্যাচের শেষে সিএসকে এবং আরসিবির পয়েন্ট হবে ১৪। এবার বিভিন্ন পারমুটেশন-কম্বিনেশন কাজে দেবে।
— আর সেটার জন্য প্রথম শর্ত হল যে সানরাইজার্স হায়দরাবাদকে দুটি ম্যাচেই হারতে হবে। বৃহস্পতিবার গুজরাটের বিরুদ্ধে নামবে সানরাইজার্স। আগামী রবিবার (১৯ মে) পঞ্জাবের মুখোমুখি হবে।
আরও পড়ুন: IPL 2024: MI ম্যাচে খেলতে নামার আগে গোটা রাত ঘুমোতে পারেননি KKR-এর নীতীশ রানা, কিন্তু কেন?
সেই দুটি ম্যাচেই সানরাইজার্স হেরে গেলে ১৪ ম্যাচের শেষে হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দুটি দল প্লে-অফে যাবে। আপাতত নেট রানরেটের যা হাল, তাতে অভাবনীয় কিছু না হলে সানরাইজার্স পিছিয়ে যাবে। প্লে-অফে উঠে যাবে সিএসকে এবং আরসিবি।
— সানরাইজার্স, সিএসকে এবং বেঙ্গালুরু ছাড়াও আরও তিনটি দল ১৪ বা তার বেশি পয়েন্টে শেষ করতে পারবে - দিল্লি, লখনউ এবং গুজরাট। গ্রুপ পর্যায়ে দিল্লির শেষ ম্যাচটা হল লখনউয়ের বিরুদ্ধে। দিল্লি হারলে আইপিএল থেকে ছিটকে যাবে। লখনউ অঙ্কের বিচারে টিকে থাকবে।
যদি ঋষভ পন্তরা জিতে যান, তাহলে ১৪ ম্যাচের শেষে ঝুলিতে থাকবে ১৪ পয়েন্ট। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে সিএসকে, আরসিবি, সানরাইজার্স, দিল্লি এবং লখনউয়ের (মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতবে ধরে) মধ্যে কোন দুটি দল প্লে-অফে যাবে। সানরাইজার্স, দিল্লি এবং লখনউয়ের নেট রানরেটের যা অবস্থা, তাতে সিএসকে এবং আরসিবি প্লে-অফে উঠে যাবে।
দিল্লি-লখনউ ম্যাচে রাহুলরা জিতে গেলে তাঁদের ঝুলিতে থাকবে ১৪ পয়েন্ট (১৩ ম্যাচ)। আর শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দিলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। তখন বড়জোর সিএসকে বা আরসিবির মধ্যে একটি দল পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে সিএসকে এবং আরসিবির দু'দলের প্লে-অফের ওঠার জন্য লখনউকে একটি ম্যাচে হারতেই হবে। তাহলে ১৪ পয়েন্টে আটকে থাকবে। আর নেট রানরেটের নিরিখে প্লে-অফের শেষ দুটি স্থানের জন্য লড়াই হবে সিএসকে, আরসিবি, সানরাইজার্স, দিল্লি এবং লখনউয়ের। তাতে ‘ফেভারিট’ হল সিএসকে এবং আরসিবি।
তাছাড়া আরও একটি দল ১৪ পয়েন্টে পৌঁছাতে পারে, সেটি হল গুজরাট। কেকেআর (আজ) এবং সানরাইজার্সের (বৃহস্পতিবার) বিরুদ্ধে খেলবেন শুভমন গিলরা। যদি দুটি ম্যাচেই জেতেন, তাহলে ১০ পয়েন্ট থেকে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ লিগের খেলা শেষ করবেন। সেক্ষেত্রে ১৪ পয়েন্টে থাকতে পারে ছ'টি দল - সিএসকে, আরসিবি, সানরাইজার্স, দিল্লি, লখনউ এবং গুজরাট (সব শর্ত পূরণ হলে)। আর নেট রানরেটের নিরিখে প্লে-অফে চলে যাবে সিএসকে এবং আরসিবি।
১) প্রথম কোয়ালিফায়ার: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, ২১ মে, আমদাবাদ।
২) এলিমিনেটর: চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২২ মে, আমদাবাদ।
৩) দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৪ মে, চেন্নাই।
৪) ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল, ২৬ মে, চেন্নাই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports