৩৯ বছরের প্রথমবার, রঞ্জি ট্রফিতে কোনও বোলার এক ইনিংসের দশটি উইকেটই তুলে নিলেন। কেরলের বিপক্ষে হরিয়ানার ২৩ বছর বয়সী পেসার অংশুল কাম্বোজ মাত্র ৪৯ রান দিয়ে তুলে নেন এক ইনিংসের সব কটি উইকেট। টেস্টে অনীল কুম্বলেরও নজির রয়েছে এক ইনিংসের দশটি উইকেটই নেওয়ার। প্রসঙ্গত হরিয়ানার এই পেসারের দাপটে ২৯১ রানেই গুটিয়ে যায় কেরলের ইনিংস।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
কেরলের বিপক্ষে বিধ্বংসী বোলিং করেছেন হরিয়ানার পেসার অংশুল কাম্বোজ। তাঁর বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা হয়ে যায় কেরল ব্যাটাররা। বিসিসিআইয়ের ফার্স্ট ক্লাস ক্রিকেটে কেরল একদম ফেলে দেওয়ার মতো দল নয়। আর লাহলির মাঠে সেই কেরলের বিপক্ষে এক ইনিংসের সব কটা উইকেটই তুলে নিয়েছেন হরিয়ানার অংশুল।
রঞ্জি ট্রফিতে এই প্রথম নয়, ধারাবাহিকভাবেই পারফরমেন্স করে আসছেন অংশুল। এর আগেও ভালোই বোলিং করেছেন একাধিকবার। হরিয়ানার বাকি বোলারদের মধ্যে অংশুলের ইকোনমি ছিল সব থেকে কম। তাঁর ইকোনমি রেট কেরলের বিরুদ্ধে ১.৬২। এই পারফরমেন্সের পর তাঁর বোলিং ফিগারই এখন ভারতীয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে অন্যতম সেরা।
আরও পড়ুন- শীঘ্রই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্ট! তবু মুম্বইতে হার্ড ট্রেনিং রোহিতের…
একঝলকে দেখে নেওয়া যাক এর আগে কাদের এই নজির রয়েছে-
১৯৫৭ সালে বাংলার প্রেমাংশু চ্যাটার্জি মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন অসমে ১০ উইকেট
২০০১ সালে দেবাশিস মোহান্তি ইস্ট জোনের হয়ে মাত্র ৪৬ রান খরচ করে নিয়েছিলেন ওয়েস্ট জোনের ১০ উইকেট
২০২৪ সালের এই ম্যাচে হরিয়ানার অংশুল কাম্বোজ ৪৯ রান দিয়ে নিলেন কেলরে ১০ উইকেট
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
অনীল কুম্বলে ১৯৯৯ সালে সেই ঐতিহাসিক স্পেলের কথা সকলেরই মনে আছে, যেখানে টেস্টে তিনি ৭৪ রান দিয়ে সব কটি উইকেটই তুলে নিয়েছিলেন। ঐতিহাসিক সেই ম্যাচ ছিল ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে।
১৯৭৮ সালে রাজস্থানের হয়ে প্রদীপ সুন্দরম ৭৮ রান দিয়ে বিদর্ভের ১০ উইকেট তুলে নিয়েছিলেন
১৯৫৪ সালে বোম্বের সুভাষ গুপতেও ৭৭ রান দিয়ে পাকিস্তান কম্বাইনড সার্ভিসেস অ্যান্ড বহলপুর একাদশের ১০ উইকেট তুলে নেন