ভারতীয় পুরুষ টেস্ট ক্রিকেট টিম নিয়ে চলছে চূড়ান্ত নাটক। চাপানউতোরের অন্ত নেই। রোহিত শর্মা আচমকা টেস্ট থেকে অবসর, বিরাট কোহলির অবসর নিয়ে ডামাডোল, এসব চাঞ্চল্যের মাঝেই টিম ইন্ডিয়ার মহিলা প্লেয়াররা নিঃশব্দে গড়ে ফেলল বিশ্ব রেকর্ড। হোক না যুগ্ম ভাবে। বিশ্ব রেকর্ড তো বটে!
মেয়েদের ওডিআই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনশোর উপর রান করে এউ নজির গড়েছেন স্মৃতি মন্ধানা হরমনপ্রীত কৌররা। রবিবার ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ভারত ৭ উইকেট হারিয়ে করে ৩৪২ রান। সেই সঙ্গে তারা যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ডে নিজেদের নাম লিখিয়ে ফেলল।
আরও পড়ুন: IPL 2025 আপাতত বন্ধ করতে বাধ্য হল BBCI, এর আগেও একবার স্থগিত করতে হয়েছিল টুর্নামেন্ট, কবে জানেন?
যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ড টিম ইন্ডিয়ার মেয়েদের
এদিন শ্রীলঙ্কার মেয়েদের বিরুদ্ধে তিনশোর উপর রান করেন স্মৃতি মন্ধানারা। এই নিয়ে তাঁরা ওডিআই ক্রিকেটের ক্ষেত্রে এক ক্যালেন্ডার বছরে এই নিয়ে মোট চার বার তিনশোর উপর রান করলেন। এটি এক ক্যালেন্ডার বছরে মহিলা দলের সর্বোচ্চ ৩০০+ ওয়ানডে স্কোর। তবে এই নজির ভারতের একার নামে নেই। এই রেকর্ড যুগ্ম ভাবে রয়েছে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট টিমেরও। তাদেরও এক ক্যালেন্ডার বছরে চারটি ৩০০+ ওয়ানডে স্কোরের নজির রয়েছে।
২০২৪ সাল থেকে, এখনও পর্যন্ত ভারত মোট ২১টি মহিলাদের ওডিআই ম্যাচে মোট সাত বার ৩০০ রানের গণ্ডি টপকেছে, যা সত্যিই চিত্তাকর্ষক। তার আগে ৩০৬টি ওয়ানডে ম্যাচে তাদের সংগ্রহ ছিল মাত্র চারটি ৩০০-এর বেশি স্কোর।
স্মৃতির সেঞ্চুরি
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। স্মৃতি মন্ধানা ওপেন করতে নেমে শুরুটা কিছুটা সতর্ক ভাবে করেছিলেন। তবে পরের দিকে তিনি গিয়ার বদলান এবং দ্রুত গতিতে স্কোরবোর্ডে রান যোগ করতে শুরু করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে তিনি ১০১ বলে ১১৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন। তিনি ১১৪.৮৫ স্ট্রাইক রেটে এই রান করেছেন, যার মধ্যে ১৫টি চার এবং ২টি ছক্কা ছিল। বিশেষ করে, স্মৃতি মন্ধানা সেঞ্চুরি করতে মাত্র ৯২ বল নিয়েছিলেন। এটি তাঁর ওয়ানডে ক্রিকেটে ১১তম সেঞ্চুরি, যা মহিলাদের ওয়ানডে-তে যে কোনও ভারতীয় ক্রিকেটারের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও।
আরও পড়ুন: মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে UAE, PSL 2025 স্থগিত করতে বাধ্য হল PCB
রানের পাহাড় গড়ে ভারত
স্মৃতির সেঞ্চুরি ছাড়াও, টিম ইন্ডিয়ার বাকিরাও নজর কেড়েছেম। হার্লিন দেওয়াল করেছেন ৫৬ বলে ৪৭ রান। হরমনপ্রীত কৌরের ৩০ বলে দ্রুত গতিতে ৪১ এবং জেমিমা রডরিগেজের ২৯ বলে ঝোড়ো ৪৪ রানের হাত ধরে তিনশোর রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া। তারা নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪২ রান করে। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মালকি মাদারা, দেবামী বিহঙ্গ এবং সুগন্ধিকা কুমারী।