
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ভারতীয় দলের অন্দরে এখন রয়েছে একটা গুমোট আবহাওয়া। এমনিতেই ক্রিকেটারদের অনেকেরই পারফরমেন্স তলানিতে। টি২০ ফরম্যাট ছাড়া বাকি দুই ফরম্যাটেই গত বছরে অত্যন্ত খারাপ ফল টিম ইন্ডিয়ার। এই আবহে বিসিসিআইও ক্রিকেটারদের ওপর চাপ বাড়াতে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছে। ফলে মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটারদের চাপ বাড়ছেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর অনেক আশা নিয়েই অস্ট্রেলিয়ায় গেছিল ভারত। ভাবা হয়েছিল পার্থ টেস্ট জয়ের পর হয়ত এই সিরিজ অন্ততপক্ষে ড্র করবে টিম ইন্ডিয়া। কিন্তু রোহিত দায়িত্ব নেওয়ার পর উল্টে ভারত সিরিজ হেরে যায়। এরপরই শোনা যায় গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্কের অবনতির কথা।
ড্রেসিংরুমের বিভিন্ন কথাই সামনে চলে আসতে থাকে। এরই মধ্যে গত শনিবার রিভিউ মিটিয়ংয়ে নাকি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ড্রেসিংরুমে কথা প্রকাশ্যে জানাজানি হওয়ার জন্য তরুণ ক্রিকেটার সরফরাজ খানকে দায়ি করেন। যদিও তাঁদের দুজনের মধ্যে কেউই প্রকাশ্যে এই নিয়ে এখনও কিছুই বলেনি। কিন্তু টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের কথা বাইরে আনা যে হয়নি, সেটা মেনে নিচ্ছেন সকলেই।
ভারতীয় দলের বর্তমান পরিস্থিতির সঙ্গে ২০০৪-২০০৫ সালের গ্রেগ চ্যাপেলের ভারতীয় দলের অনেক মিল পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি বলছেন, গম্ভীর যেন একবার সরফরাজ খানের সঙ্গে এই নিয়ে কথা বলেন সরাসরি। ভাজ্জির কথায়, ‘গত কয়েকদিনে যা হয়েছে সেটা অস্ট্রেলিয়ায় হোক বা তার পরে, খেলায় হার জিত থাকবেই। কিন্তু প্রত্যেক দিন ড্রেসিংরুমের নতুন নতুন গল্প বাইরে আসা উচিত না। যেমন এদিন শুনলাম কোচ নাকি বলেছে মিডিয়ায় সরফরাজ খান সব কথা লিক করে দিয়েছে। যদি কোচ এটা বলে থাকে, তাহলে ওর সেটা বলা উচিত হয়নি। যদি সরফরাজ খান এটা করেই থাকে, তাহলে কোচের উচিত ছিল ওর সঙ্গে কথা বলা। ও তরুণ ক্রিকেটার, ভারতের জন্য ভবিষ্যৎে খেলবে, ওকে বোঝানো উচিত ছিল ’।
বিশ্বকাপজয়ী তারকা তথা গৌতির এক সময়ের সতীর্থ আরও বলছেন, ‘একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তরুণদের বোঝানো আমাদের দায়িত্ব। কিন্তু সরফরাজ খান যদি সত্যি ড্রেসিংরুমের তথ্য ফাঁস করে দিয়ে থাকে, তাহলে সেটা ভুল। অন্দরমহলের কথা বাইরে আসা উচিত নয়। বসে কথা বলে সমস্যা মেটাতে হবে। শেষ ৬-৮ মাসে যা হয়েছে শুনছি, তাতে আমার মনে হচ্ছে গ্রেগ চ্যাপেলের সময়ও একই অবস্থা হয়েছিল ’।
আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
এরপর হরভজন সিং বিরক্তি প্রকাশ করেন, বিসিসিআইয়ের রিভিউ বৈঠকের তথ্যও বাইরে ফাঁস হয়ে যায়। যেখানে শুধু রোহিত শর্মা, গৌতম গম্ভীর, অজিত আগরকররা ছিল। ভাজ্জি প্রশ্ন করেন, ‘এই কাজটা কে করছে? নিজের পরিবারের সদস্যদের নিয়ে কখনও প্রকাশ্য খারাপ কথা বলতে নেই, তাতে পরিবারের সম্মানই নষ্ট হয় ’।
৳7,777 IPL 2025 Sports Bonus