চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অভিযান শুরু করবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। জানা যাচ্ছে বৃহস্পতিবারের ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দর। এই ক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। তবে মনে করা হচ্ছে সম্ভাবনা রয়েছে জাদেজার বেশি। ম্যাচের আগের দিন হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকে তাঁর সঙ্গে বেশ কিছুটা সময় ধরে কথা বলতে দেখা যায়। যা দেখে স্টার স্পোর্টসের এক্সপার্টস অভিনব মুকুন্দ, পীযূষ চাওলা এবং মাইক হেসন মনে করছেন যে গম্ভীররা, জাদেজা যে প্রথম একাদশে থাকবেন না সেই বিষয়টা জানাচ্ছেন। ঠিক একই সময় রোহিতকে আবার অক্ষরের সঙ্গেও কথা বলতে দেখা যায়।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই বিশেষজ্ঞ স্পিনার এবং তিনজন স্পিন-বোলিং অলরাউন্ডার নিয়ে গেছে। জাদেজা এবং অক্ষর দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে খেলেছিল, তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের একই কম্বিনেশন বজায় রাখার সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশ দলে প্রথম ৭ ব্যাটারের মধ্যে একাধিক বাঁ-হাতি ক্রিকেটার রয়েছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশের শীর্ষ তিন ব্যাটার- তানজিদ হাসান, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাঁ-হাতি। পীযূষ চাওলা বলেন, ‘বাংলাদেশের একাদশে অনেক বাঁ-হাতি ক্রিকেটার আছেন। কিন্তু এই দুই ক্রিকেটার ভারতের হয়ে সত্যিই ভালো করেছেন। আমি মনে করি, প্রথম ম্যাচে তাদের জাদেজা এবং অক্ষরের সঙ্গে যাওয়া উচিত ছিল। কারণ কুলদীপের বল ড্রপ করে বাঁ-হাতিদের থেকে দূরে চলে যায়।’
প্রাক্তন নিউজিল্যান্ড এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেড কোচ মাইক হেসন গম্ভীরের শারীরিক ভাষা আরও বিশ্লেষণ করেছেন এবং বলেছেন যে তিনি জাদেজাকে বলছিলেন যে তিনি ওয়াশিংটন সুন্দরকে একাদশে জায়গা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। হেসন বলেন, ‘সে (জাদেজা) খেলবে না। গম্ভীরের শারীরিক ভাষা দেখে মনে হচ্ছে ও বলছে - তুমি প্রথম একাদশে থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি এটির সাথে একমত নাও হতে পার তবে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরেরম্যাচটি খেলতে পারো তবে প্রথম ম্যাচে, আমরা অফ-স্পিনার খেলাচ্ছি।’ তবে এখন দেখার শেষ পর্যন্ত ভারতের একাদশ কিরকম হয়। ২০১৭ সালে একটুর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হয়েছিল রোহিতদের। এবার সেই আক্ষেপ দূর করার জন্য খেলতে নামছে টিম ইন্ডিয়া।