দ্বিতীয় টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড এবং পাকিস্তান। প্রথম টেস্টে লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে একাধিক পরিবর্তন করা হল পাক দলে। বাদ পড়লেন বাবর আজম, শাহিন আফ্রিদির মতো তারকারা। অন্যদিকে চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা বেন স্টোকসের ওয়াপসি হল ইংল্যান্ডের প্রথম একাদশে। প্রথম টেস্ট খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে চোট পুরো ঠিক না হওয়ায় খেলতে পারেননি বেন। অগস্ট মাস থেকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টের আগে রবিবার নেটে তাঁকে পুরোদমে প্র্যাক্টিস করতে দেখা যায়।
গাস আটকিনসন এবং ক্রিস ওকসকে ইংল্যান্ডের প্রথম একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন ম্যাট পটস। এই ইংরেজ পেসার লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলেছিল শেষ। যদিও স্পিন বোলিংয়ের লাইনআপে কোনও চেঞ্জ করেনি ইংল্যান্ড। অন্যদিকে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ৫০০ রানের বেশি করেও ইনিংস এবং ৪৭ রানে ম্যাচ হেরে লজ্জার মুখে পড়ে পাকিস্তান। এরপরেই দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য যে ১৬ জনের দল ঘোষণা করেছিল পিসিবি, সেখান থেকে বাবর আজম, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহকে বাদ দিয়েছিল। বাবরের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন কামরান গুলাম। তিনি প্রথমবার পাকিস্তানের হয়ে টেস্ট খেলবেন এবার। দ্বিতীয় টেস্ট ম্যাচে একই পিচ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরকম নজির আন্তর্জাতিক ক্রিকেটে খুবই কম রয়েছে।
প্রসঙ্গত, প্রথম টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। জবাবে ইংল্যান্ড পাকিস্তানের বোলারদের পিটিয়ে ৭ উইকেটে ৮২৩ রান করে। এরপর আর খেলায় ফিরতে পারেনি বাবররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রানে অলডাউন হয়ে যায় পাকিস্তান। ফলে ইনিংস এবং ৪৭ রানে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
পাকিস্তানের প্রথম একাদশ:
সাইম আইয়ুব, আবদুল্লা শফিক, শান মাসুদ (ক্যাপ্টেন), কামরান গুলাম, সউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেট কিপার), সালমান আলি আঘা, আমের জামাল, নোমান আলি, সাজিদ খান, জাহিদ মেহমুদ
ইংল্যান্ডের প্রথম একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেক্ট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (ক্যাপ্টেন), জেমি স্মিথ(উইকেট কিপার), ব্রাইডন কার্স, ম্যাট পটস, জ্যাক লিচ এবং শোয়েব বশির।